মাদারীপুরের শিবচরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মধ্য বয়সী পুরুষ।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

গলায় ইট-বালুর বস্তা বাঁধা মরদেহ ভাসছিল নদীতে

নিখোঁজের ১৯ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ‘‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/বেলাল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার 

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডারকে আইসিইউ’তে রাখা হয়েছে।  

সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল। 

সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

লুসিওর ব্রাজিলের জার্সিতে ২০০০ সালে অভিষেক হয়। তিনি ২০০১ সালে বায়ার লেভারকুসেনে যোগ দেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন তিনি। জিতেছেন দুটি কনফেডারেশন কাপও। বিশ্বকাপ জয়ের পর বায়ার্ন মিউনিখে যোগ দেন গতিময় এই সেন্ট্রাল ডিফেন্ডার। ২০০৯ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। 

লুসিও ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন।

সম্পর্কিত নিবন্ধ