পাওয়ার গ্রিডে বড় নিয়োগ, ৯৯ পদে আবেদন করুন দ্রুত
Published: 21st, May 2025 GMT
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ৮ পদে নিয়োগে আবেদন চলছে। মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।
যাঁরা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
পদের নাম ও বর্ণনা—
১.
জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ৮
বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
২. জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ১১,
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য
অন্যান্য ভাতা/সুবিধাদি।
৩. জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা: ৬
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
আরও পড়ুনকারা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৪ পদে চাকরির সুযোগ১৯ মে ২০২৫৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
৬. কেয়ারটেকার
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
৭. স্টেশন অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৩০টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
৮. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৫০টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
আরও পড়ুনপল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন১৬ মে ২০২৫ছবি: এআই/ প্রথম আলোউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল