পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ৮ পদে নিয়োগে আবেদন চলছে। মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।

যাঁরা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পদের নাম ও বর্ণনা—

১.

জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

২. জুনিয়র হিসাব সহকারী

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ১১,

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য

অন্যান্য ভাতা/সুবিধাদি।

৩. জুনিয়র ব্যক্তিগত সচিব

পদসংখ্যা: ৬

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী

পদসংখ্যা: ৪টি

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

আরও পড়ুনকারা অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৪ পদে চাকরির সুযোগ১৯ মে ২০২৫

৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক

পদসংখ্যা: ৪টি

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৬. কেয়ারটেকার

পদসংখ্যা: ১টি

বেতন গ্রেড: ১৪

বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৭. স্টেশন অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৩০টি

বেতন গ্রেড: ১৫

বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৮. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫০টি

বেতন গ্রেড: ১৫

বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

আরও পড়ুনপল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন১৬ মে ২০২৫ছবি: এআই/ প্রথম আলো

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদস খ য সহক র

এছাড়াও পড়ুন:

কোনাবাড়ীতে পানিতে ভাসছিল মাদ্রাসার দুই ছাত্রের লাশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে মেট্রো থানার দেওয়ালিয়া দির্ঘীর পাড় গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে মো. জুনায়েদ (১২)। সে বাবা-মার সঙ্গে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ি চার রাস্তার মোড় আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। অন্যজন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে মো. আব্দুল মোমিন (১২)। সে তার বাবা-মার সঙ্গে এনায়েতপুরের মামুনের বাড়িতে ভাড়া থেকে একই  মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তারা দুইজন ওই ডোবায় গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গেলে তলিয়ে যায়। বেলা ১১টার দিকে ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো ছোট্ট ছোট্ট শিশুরা। হঠাৎ শামীম নামে এক শিশু তাদের দুইজনের মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ মাটিতে তোলা হয়।

মো. রুবেল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছোট্ট শিশুদের চিৎকারে এগিয়ে এসে দেখি ডোবায় দুই শিশুর মরদেহ ভাসছে। পরে আমিসহ কয়েকজন পানিতে নেমে তাদের মরদেহ ওপরে তুলি। এর মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের শনাক্ত করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। পরে ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ