সংবর্ধিত হলেন সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার কোচ উজ্জল
Published: 22nd, May 2025 GMT
নারায়ণগঞ্জে নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন সাফ জয়ী নারী ফুটবল দলের গোলকিপার কোচ ও একুশে পদকপ্রাপ্ত (দলগত) নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোঃ মাসুদ আহমেদ উজ্জল।
ফিউচার লাইফ সঞ্চয় ফান্ড ও ইউটার্ন রাইডার্স নারায়ণগঞ্জ এর উদ্যোগে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নগরীর রুপায়ন এস বেলী প্লাজায় নারায়ণগঞ্জের এই কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মাসুদ আহমেদ উজ্জলকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকবৃন্দ। পরে ক্রেষ্ট প্রদান করে তাকে সম্মাননা জানানো হয়। এসময় সংবর্ধনাস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পারভেজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ মনির হোসেন, মোঃ কাশেম, জেলা ফুটবল কোচ শঙ্কর দাস, ফিউচার লাইফ সঞ্চয় ফান্ডের সদস্য সাদ্দাম, সুজন, দুলাল, নাদিম, রনি, রতন, ইউটার্ন রাইডার্স নারায়ণগঞ্জ এর স্বত্তাধিকারী মেহেদী হাসান, জুয়েল শেখ ও মাসুদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফিউচার লাইফ সঞ্চয় ফান্ডের সকল সদস্যবৃন্দ।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ফ টবল
এছাড়াও পড়ুন:
আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে আইভীর বিরুদ্ধে অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী ২৭ মে ধার্য্য করেছে আদালত।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া আইনজীবী আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছেন।
এর আগে জুলাই অভ্যত্থানে সিদ্ধিরগঞ্জে নিহত পোষাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গত ৯ মে ভোরে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল। ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।