বছরের পর বছর ধরে ইরানের জাফর পানাহি গোপনে সিনেমা বানিয়েছেন। ‘পাচার’ করেছেন বিদেশি উৎসবে। এবার নির্মাতা নিজেই হাজির হলেন কান চলচ্চিত্র উৎসবে, জিতলেন উৎসবের সর্বোচ্চ পুরস্কার। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয়। আজ বাংলাদেশ সময় রাত ১১টার পর ঘোষণা করা হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায়, স্বর্ণপাম জিতেছে জাফর পানাহির সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। খবর ভ্যারাইটির

রাজনৈতিক থ্রিলার ঘরানার এ ছবি দিয়ে ২২ বছর পর কান উৎসবে ফিরলেন ইরানি নির্মাতা। আর ফেরাটাও হয়ে রইল স্মরণীয়। এর আগে তাঁকে একাধিকবার জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল।

স্বর্ণপাম হাতে জাফর পানাহি। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হবে। উৎসব থেকে জানালেন সিনেমার পরিচালক আদনান আল রাজীব। তিনি জানান, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব এক দিনেই প্রদর্শিত হয়। দুটি প্রদর্শনী হয় প্রতিটি সিনেমার।

গতকাল বৃহস্পতিবার রাজীব জানালেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কি না, পরীক্ষা–নিরীক্ষা করা হয়। সিনেমাগুলো সম্পর্কে জানতে চাইলে রাজীব বলেন, ‘আমরা তো জানি কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ, উপস্থাপনার সব সিনেমা।’

‘আলী’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টার। ছবি: ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ

  • কানে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’
  • চলচ্চিত্র উৎসবের মধ্যে কানে বিদ্যুৎ–বিভ্রাট
  • চাহিদার মহাসমুদ্রে এক ফোঁটা জল
  • উৎসবে সাশ্রয়ী কেনাকাটায় ভরসা বিকাশ পেমেন্ট
  • ট্রফি নিয়ে উল্লাস মোহামেডানের
  • ‘জাহ্নবীকে প্রকাশ্যে অপমান করা হয়েছে’
  • সিলেটে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ দুই ভাইয়ের কাহিনি নিয়ে মালজোড়া গানের আসর
  • চুয়াডাঙ্গায় ২০০ কোটি টাকার আম বাণিজ্যের আশা
  • কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে