পঞ্চগড়ের বোদা উপজেলায় ভালনারেবল উইম্যান বেনিফিট (ভিডব্লিউবি) এর চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে এক ইউনিয়ন পরিষদেরই আট পুরুষ ও তিন নারী ইউপি সদস্যসহ ১১ জনকে আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার (২৭ মে) রাতে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে আদায় করা এক লাখ ১৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটকৃতরা হলেন- বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, দুই নম্বর ওয়ার্ডের সদস্য হামিজ উদ্দিন, তিন নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয় নাথ রায়, পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায়, ছয় নম্বর ওয়ার্ডের সদস্য দাহির উদ্দিন, সাত নম্বর ওয়ার্ডের সদস্য খাদিমুল ইসলাম, আট নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম, নয় নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।

পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের দরিদ্র অসহায় নারীদের সহায়তার জন্য সরকারিভাবে ভিডাব্লিউবি কার্ডের আওতায় ২৫৮টি পরিবারের মাঝে ৩০ কেজি করে জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসের মোট ১৫০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। 

এসময় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে ৫০০ থেকে ৬০০ করে টাকা আদায় করছিলেন ওই ইউপি সদস্যরা। বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দেওয়ায় টাকা আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ১১ ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রাখে সুবিধাভোগীরা। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চত্বরে পাঁচ শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে, খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, সেনাবাহিনীর সদস্যসহ বোদা থানা পুলিশ ঘটনাস্থলে যান। সুবিধাভোগী ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে সেনাবাহিনী। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ভিডব্লিউবি উপকারভোগী দুলাল রহমান বলেন, “আমাদের কাছেও টানা ৫ মাসের চাল দেয়ার নামে ৫০০ টাকা করে নিয়েছে। টাকা না দিলে চাল পাবো না বলেছে। তাই আমরা টাকা দিয়েছি।”

অপর সুবিধাভোগী শাহীনুর বলেন, “আমাদের এখানে অনেক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এর মাঝে আজ এটা হয়েছে এবং প্রকাশ পেয়েছে বলে তারা আটক হয়েছেন। অনিয়মের কারণে আমরা তাদের বিচার দাবি করছি। একই সাথে বলতে চাই, যেহেতু ১১ জন সদস্য আটক হয়েছে- তাই তাদের বিচার কার্যক্রম চলা অবস্থায় আমাদের পরিষদের ও ইউনিয়নের সেবা যেন প্রশাসন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।”

সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার কথা স্বীকার করেন আট নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম বলেন, “আমরা যেহেতু চালগুলো বোদা থেকে নিয়ে এসেছি। এ কারণে আমাদের পরিবহন খরচ হয়েছিল। আমরা উপকার ভোগীদের কাছে ৫০০ টাকা করে চেয়েছিলাম। তারা দিয়েছিল। তবে আমাদের এটি নেওয়া ঠিক হয়নি। আমরা সকলের কাছে ক্ষমা চেয়েছিলাম। যে এরকম ভুল আর কোনদিন করা হবে না। এরপরও আমাদেরকে আটক করা হয়েছে।” 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, “স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের স্বীকারোক্তি ও ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “চাল বিতরণের সময় ইউপি সদস্যরা উপকারভোগীদের কাছে ৫০০-৬০০ টাকা নিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গেলে প্রমাণ মেলে। আটক ১১ ইউপি সদস্য থানা হেফাজতে আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।”

ঢাকা/নাঈম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ ল ব তরণ আম দ র ইসল ম উপজ ল উপক র

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ