আল হিলালের ক্লাব বিশ্বকাপ ভাবনায় রোনালদো
Published: 29th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই ঘোষণা দিয়েছেন ‘আল নাসর অধ্যায় শেষ’। তবে ফুটবল যাত্রার শেষটা এখনই নয় সেটাও জানিয়ে দিয়েছেন। ১৫ জুন শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ ঘিরে তাই ফুটবলের দলবদলের বাজারে আলোচিত নাম সিআরসেভেন।
সংবাদ মাধ্যম ফুটমার্কেতো জানিয়েছে, রোনালদোর পরবর্তী ক্লাব হতে পারে আল নাসরের লিগ প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের আল হিলাল। দলটি ক্লাব বিশ্বকাপে অংশ নেবে এবং নেইমারের জায়গায় একজন তারকা খুঁজছে। হাতের নাগালে পাওয়া রোনালদো হতে পারেন সেই তারকা।
এর আগে ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিতো জানিয়েছেন, নতুন ফরম্যাটের এই ক্লাব বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর থাকা উচিত। টুর্নামেন্ট শুরুর অল্প কিছুদিন বাকি থাকলেও ফিফা প্রেসিডেন্ট জানান, আসরে অংশ নেওয়া ক্লাবগুলো একটা অপশন নিশ্চয় খুঁজে বের করবে। সুযোগ পেলে রোনালদোও ফিফার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ নাও হারাতে পারেন।
তারওপর আল হিলাল গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলবে। আল হিলালে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক ক্লাবের মুখোমুখি হলে ওই ম্যাচের আকর্ষণও বাড়বে বহুগুন। লিওনেল মেসির সঙ্গে একই আসরে খেলার গুরুত্বও আছে।
এছাড়া রোনালদোকে মরক্কোর ক্লাব কাসাব্লাঙ্কা দলে নেওয়ার চেষ্টা করছে বলেও খবর এসেছিল। ব্রাজিলের ক্লাব বোটাফোগো ও ফ্লামেঙ্গোর নামও এসেছে। এর মধ্যে ফ্লামেঙ্গোর প্রেসিডেন্ট নিশ্চিত করে দিয়েছেন, তারা কেবল ক্লাব বিশ্বকাপের জন্য কাউকে দলে ভেড়াবেন না। সেটা রোনালদো হলেও না।
ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আরও এক বড় তারকার পিছু নিয়েছে আল হিলাল। তিনি হচ্ছেন নাপোলি থেকে ধারে এক মৌসুমে গ্যালাতাসারেতে কাটানো নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন। এক মৌসুমে ৪০ গোল করা এই স্ট্রাইকারকে তিন মৌসুমে ১২০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আল নাসর। সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ তো আছেই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল ক ল ব ব শ বক প আল হ ল ল
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।