আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ করছে পাকিস্তান
Published: 30th, May 2025 GMT
২০২১ সালে তালেবানরা কাবুল দখল করার পর পাকিস্তান প্রথমবারের মতো আফগানিস্তানে একজন রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।
এর মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ঘোষণা দিয়ে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কিছুটা হ্রাস পেতে যাচ্ছে।
বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের একে অপরের দেশে শীর্ষস্থানীয় রাষ্ট্রদূত হলেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স, যা রাষ্ট্রদূতের চেয়ে নিম্ন স্তরের। পাকিস্তান এখনো জানায়নি যে কাকে এই পদে মনোনীত করা হবে।
কূটনৈতিক প্রতিনিধিত্ব উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, গত মাসে পাকিস্তানের একটি প্রতিনিধিদল নিয়ে কাবুল সফরের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে চলেছে।
তিনি বলেছেন, “আমি নিশ্চিত যে এই পদক্ষেপটি সম্পৃক্ততা বৃদ্ধিতে আরো অবদান রাখবে।”
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামাবাদে তালেবানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
গত সপ্তাহে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান প্রশাসনের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক আয়োজনকারী চীন জানিয়েছিল, দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নীত করার পরিকল্পনা করছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে।
ইসলামাবাদ বলেছে, পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো ইসলামপন্থী জঙ্গিরা আফগান মাটি ব্যবহার করে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে এই ধরনের জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
চীন, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তানের পরে পাকিস্তান চতুর্থ দেশ হিসেবে কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
যদিও ওই সরকারগুলো বলেছে, তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে কূটনীতিক এবং বিশেষজ্ঞরা বলছেন, একজন রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয়পত্র উপস্থাপন করা স্বীকৃতির দিকে একটি পদক্ষেপ।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন র ক টন ত ক র র পর
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ