শহর যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন
Published: 30th, May 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে যুব নেতা শাহ আলমের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১০টা নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া পুলস্থ ট্যাক্সি স্ট্যান্ড বিএনপির কার্যালয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জ সদর থানা শাখা আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কে এম মাজহারুল জোসেফ। আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা মোঃ মুক্ত, সবুজ, মাসুদ, মান্নান, সাঈদ প্রমুখ।
শহর যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে আয়োজনে ছিলেন, মোঃ মাহবুব হোসেন বাবু, মোঃ লোকমান, মোঃ রাজু, অন্তর, জয়দেব, মামুন, রমজান, সায়েম প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল য বদল ন র য়ণগঞ জ জ য় উর রহম ন ন র য়ণগঞ জ য বদল ন ত
এছাড়াও পড়ুন:
বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়েছে, যা প্রায় ৯৭৯ মণের সমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল এসব ইলিশ আমদানি করেছে। বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট ১২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা ১৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/রিটন/এস