Samakal:
2025-09-18@04:52:38 GMT

ছোটপর্দায় বড় সিনেমা

Published: 5th, June 2025 GMT

ছোটপর্দায় বড় সিনেমা

ঈদ মানেই উৎসব। এ উৎসবের অন্যতম বড় আনন্দের নাম– সিনেমা। ঈদের দিনগুলোতে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করতে যাচ্ছে জনপ্রিয় ও আলোচিত সিনেমা। এই ঈদেও তার ব্যতিক্রম নয়। সিনেমা হলে গিয়ে যারা দেখতে পারবেন না, তারা ঘরে বসে উপভোগ করতে পারবেন বড়পর্দার সেই চেনা বিনোদন। ঈদের প্রথম তিন দিনের টিভি স্ক্রিনে যেসব সিনেমা প্রচার হবে, তার একটি সংক্ষিপ্ত তালিকা রইল এখানে– 

ঈদের দিন
বিটিভি: দুপুর ২:৩০ মনের মতো মানুষ পাইলাম না [শাকিব খান, বুবলী]
এটিএন বাংলা: সকাল ১০-২০ বিদ্রোহী [শাকিব খান, শবনম বুবলী, মিশা সওদাগর]
চ্যানেল আই: সকাল ১০-১০ ছায়া [আসিফ নূর, বুবলী]
এনটিভি: সকাল ১০-০৫ বাদশা [নুসরাত ফারিয়া, জিৎ]
আরটিভি: সকাল ১০-১০ বেপরোয়া [রোশান, ইয়ামেন হক ববি], দুপুর ২-১০ ভালোবাসার লাল গোলাপ [শাকিব খান, অপু]
মাছরাঙা টিভি: দুপুর ২-৩০ তুফান [শাকিব খান, নাবিলা]
বাংলাভিশন: সকাল ১০-০৫ দরদ [শাকিব খান, সোনাল চৌহান]
নাগরিক টিভি: সকাল ৯-৩০ জিন [রোশান, পূজা চেরি], বেলা ১২-০০ ভালোবাসা আজকাল [শাকিব খান, মাহিয়া মাহি], দুপুর ০২-৩০ অগ্নি [মাহিয়া মাহি, আরিফিন শুভ], বিকেল ০৫-০০ দরদ [শাকিব খান, সোনাল চৌহান]
দীপ্ত টিভি: সকাল ৯-০০ মায়ের হাতে বেহেস্তের চাবি [শাকিব খান, অপু বিশ্বাস], দুপুর ১-০০ পেয়ারার সুবাস [জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার]
বৈশাখী টিভি: দুপুর ২-০০ দাদিমা [শাকিব খান, অপু বিশ্বাস]

ঈদের পর দিন
বিটিভি: দুপুর ২-৩০ দরদ [শাকিব খান, সোনাল চৌহান]
এটিএন বাংলা: সকাল ১০-২০ প্রিয়তমা [শাকিব খান, ইধিকা পাল]
চ্যানেল আই: সকাল ১০-১০ কুস্তিগীর [বাপ্পী, জাহারা মিতু]
এনটিভি: সকাল ১০-০৫ নবাব [শাকিব খান, শুভশ্রী, মিশা সওদাগর]
আরটিভি: সকাল ১০-১০ অগ্নি [আরিফিন শুভ, মাহিয়া মাহি], দুপুর ২-১০ মিয়া বাড়ির চাকর [শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর]
মাছরাঙা টিভি: দুপুর ২-৩০ হাওয়া [চঞ্চল, শরিফুল রাজ, নাজিবা তুষি]
বাংলাভিশন: সকাল ১০-০৫ তুফান [শাকিব খান, মাসুমা রহমান নাবিলা]
নাগরিক টিভি: সকাল ৯-৩০ সবার উপরে প্রেম [শাকিব খান, শাবনূর], বেলা ১২-০০ পোড়ামন ২ [সিয়াম, পূজা চেরি], দুপুর ০২-৩০ দহন [সিয়াম, পূজা চেরি], বিকেল ৫-০০ তুফান [শাকিব খান, মিমি, নাবিলা]
দীপ্ত টিভি: সকাল ৯-০০ তুমি আমার মনের মানুষ [শাকিব, অপু], দুপুর ১-০০ সুড়ঙ্গ [আফরান নিশো, তমা মির্জা] 
বৈশাখী টিভি: দুপুর ২-০০ পিতা মাতার আমানত [মান্না, পূর্ণিমা, অপু বিশ্বাস]

ঈদের তৃতীয় দিন
বিটিভি: দুপুর ২-৩০ বীর [শাকিব খান, বুবলী]
এটিএন বাংলা: সকাল ১০-২০ বসগিরি [শাকিব খান, শবনম বুবলী]
চ্যানেল আই: সকাল ১০-১০ জ্বলে জ্বলে তারা [এফ এস নাঈম, রাফিয়াত রশীদ মিথিলা]
এনটিভি: সকাল ১০-০৫ আম্মাজান [মান্না, মৌসুমী, আনোয়ারা]
আরটিভি: সকাল ১০-১০ মায়া দ্য লাভ [বুবলী, সায়মন], দুপুর ২-১০ মনের জ্বালা [শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর]
মাছরাঙা টিভি: দুপুর ২-৩০ পোড়ামন ২ [সিয়াম আহমেদ, পূজা চেরী রায়] 
নাগরিক টিভি: সকাল ৯-৩০ লাভার নাম্বার ওয়ান [বাপ্পী চৌধুরী, পরীমণি], বেলা ১২-০০ দেশ দ্য লিডার [শিপন মিত্র, মাহিয়া মাহি], দুপুর ০২-৩০ ডেড বডি [রোশান, মিষ্টি জাহান], বিকেল ৫-০০ ব্ল্যাক ওয়ার [শুভ, ঐশী]
দীপ্ত টিভি: সকাল ৯-০০ আশিকি [নুসরাত ফারিয়া, অংকুশ], দুপুর ১-০০ তুফান [শাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী] 
বৈশাখী টিভি: দুপুর ২-০০ পিতার আসন [শাকিব খান, অপু বিশ্বাস] 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ প র ২ ৩০

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫