ঈদ মানেই উৎসব। এ উৎসবের অন্যতম বড় আনন্দের নাম– সিনেমা। ঈদের দিনগুলোতে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করতে যাচ্ছে জনপ্রিয় ও আলোচিত সিনেমা। এই ঈদেও তার ব্যতিক্রম নয়। সিনেমা হলে গিয়ে যারা দেখতে পারবেন না, তারা ঘরে বসে উপভোগ করতে পারবেন বড়পর্দার সেই চেনা বিনোদন। ঈদের প্রথম তিন দিনের টিভি স্ক্রিনে যেসব সিনেমা প্রচার হবে, তার একটি সংক্ষিপ্ত তালিকা রইল এখানে–
ঈদের দিন
বিটিভি: দুপুর ২:৩০ মনের মতো মানুষ পাইলাম না [শাকিব খান, বুবলী]
এটিএন বাংলা: সকাল ১০-২০ বিদ্রোহী [শাকিব খান, শবনম বুবলী, মিশা সওদাগর]
চ্যানেল আই: সকাল ১০-১০ ছায়া [আসিফ নূর, বুবলী]
এনটিভি: সকাল ১০-০৫ বাদশা [নুসরাত ফারিয়া, জিৎ]
আরটিভি: সকাল ১০-১০ বেপরোয়া [রোশান, ইয়ামেন হক ববি], দুপুর ২-১০ ভালোবাসার লাল গোলাপ [শাকিব খান, অপু]
মাছরাঙা টিভি: দুপুর ২-৩০ তুফান [শাকিব খান, নাবিলা]
বাংলাভিশন: সকাল ১০-০৫ দরদ [শাকিব খান, সোনাল চৌহান]
নাগরিক টিভি: সকাল ৯-৩০ জিন [রোশান, পূজা চেরি], বেলা ১২-০০ ভালোবাসা আজকাল [শাকিব খান, মাহিয়া মাহি], দুপুর ০২-৩০ অগ্নি [মাহিয়া মাহি, আরিফিন শুভ], বিকেল ০৫-০০ দরদ [শাকিব খান, সোনাল চৌহান]
দীপ্ত টিভি: সকাল ৯-০০ মায়ের হাতে বেহেস্তের চাবি [শাকিব খান, অপু বিশ্বাস], দুপুর ১-০০ পেয়ারার সুবাস [জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার]
বৈশাখী টিভি: দুপুর ২-০০ দাদিমা [শাকিব খান, অপু বিশ্বাস]
ঈদের পর দিন
বিটিভি: দুপুর ২-৩০ দরদ [শাকিব খান, সোনাল চৌহান]
এটিএন বাংলা: সকাল ১০-২০ প্রিয়তমা [শাকিব খান, ইধিকা পাল]
চ্যানেল আই: সকাল ১০-১০ কুস্তিগীর [বাপ্পী, জাহারা মিতু]
এনটিভি: সকাল ১০-০৫ নবাব [শাকিব খান, শুভশ্রী, মিশা সওদাগর]
আরটিভি: সকাল ১০-১০ অগ্নি [আরিফিন শুভ, মাহিয়া মাহি], দুপুর ২-১০ মিয়া বাড়ির চাকর [শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর]
মাছরাঙা টিভি: দুপুর ২-৩০ হাওয়া [চঞ্চল, শরিফুল রাজ, নাজিবা তুষি]
বাংলাভিশন: সকাল ১০-০৫ তুফান [শাকিব খান, মাসুমা রহমান নাবিলা]
নাগরিক টিভি: সকাল ৯-৩০ সবার উপরে প্রেম [শাকিব খান, শাবনূর], বেলা ১২-০০ পোড়ামন ২ [সিয়াম, পূজা চেরি], দুপুর ০২-৩০ দহন [সিয়াম, পূজা চেরি], বিকেল ৫-০০ তুফান [শাকিব খান, মিমি, নাবিলা]
দীপ্ত টিভি: সকাল ৯-০০ তুমি আমার মনের মানুষ [শাকিব, অপু], দুপুর ১-০০ সুড়ঙ্গ [আফরান নিশো, তমা মির্জা]
বৈশাখী টিভি: দুপুর ২-০০ পিতা মাতার আমানত [মান্না, পূর্ণিমা, অপু বিশ্বাস]
ঈদের তৃতীয় দিন
বিটিভি: দুপুর ২-৩০ বীর [শাকিব খান, বুবলী]
এটিএন বাংলা: সকাল ১০-২০ বসগিরি [শাকিব খান, শবনম বুবলী]
চ্যানেল আই: সকাল ১০-১০ জ্বলে জ্বলে তারা [এফ এস নাঈম, রাফিয়াত রশীদ মিথিলা]
এনটিভি: সকাল ১০-০৫ আম্মাজান [মান্না, মৌসুমী, আনোয়ারা]
আরটিভি: সকাল ১০-১০ মায়া দ্য লাভ [বুবলী, সায়মন], দুপুর ২-১০ মনের জ্বালা [শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর]
মাছরাঙা টিভি: দুপুর ২-৩০ পোড়ামন ২ [সিয়াম আহমেদ, পূজা চেরী রায়]
নাগরিক টিভি: সকাল ৯-৩০ লাভার নাম্বার ওয়ান [বাপ্পী চৌধুরী, পরীমণি], বেলা ১২-০০ দেশ দ্য লিডার [শিপন মিত্র, মাহিয়া মাহি], দুপুর ০২-৩০ ডেড বডি [রোশান, মিষ্টি জাহান], বিকেল ৫-০০ ব্ল্যাক ওয়ার [শুভ, ঐশী]
দীপ্ত টিভি: সকাল ৯-০০ আশিকি [নুসরাত ফারিয়া, অংকুশ], দুপুর ১-০০ তুফান [শাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী]
বৈশাখী টিভি: দুপুর ২-০০ পিতার আসন [শাকিব খান, অপু বিশ্বাস]
উৎস: Samakal
কীওয়ার্ড: দ প র ২ ৩০
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় এবার ২৫০টি মন্দিরে দুর্গাপূজা, বেড়েছে ২২টি মন্ডপ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুষ্টিয়ার মন্ডপগুলোতে চলছে নানা প্রস্ততি। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। গত বছরের তুলনায় এ বছর জেলায় বেড়েছে ২২টি পূজা মন্ডপ। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জেলায় ২৫০টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, কোথাও চলছে প্রতিমা তৈরির কাজ। আবার কোথাও শুরু হয়েছে রঙের কাজ। আপন মনে প্রতিমাগুলো ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এখন শেষ সময়ের পূজার প্রস্ততি নিচ্ছেন আয়োজকেরা। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রতিমা শিল্পীরা ৫টি থেকে ১০টি পর্যন্ত প্রতিমা তৈরি করেছেন।
প্রতিমা শিল্পী কুমারেশ দাস ও মৃত্যুঞ্জয় কুমার পাল জানান, শেষ সময়ে প্রতিমা শিল্পীদের বেশ বেগ পেতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারে চাহিদাও বেশি।
এদিকে সকলের সহযোগিতায় অনাড়ম্বরভাবে দুর্গোৎসব পালন করতে চান আয়োজকরা।
হরিবাসর সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা বিপ্রজিৎ বিশ্বাস বলেন, “আশা করছি প্রতিবছরের মতো এবছরও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের সহযোগিতা ও আশ্বাসে আমরা আমাদের পূজার কার্যক্রম এগিয়ে নিচ্ছি।”
মিলপাড়া সাবর্জনীন পূজা মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাপ্পী বাগচী বলেন, “প্রত্যেক ধর্মকে সন্মান জানানো প্রত্যেকটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। আমাদের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সকলেই আমাদের পাশে থাকেন। আশাকরি এবারও তার ব্যত্যয় হবে না।”
কুষ্টিয়া মহাশ্মশান মন্দিরের পুরোহিত পলাশ চক্রবর্ত্তী বলেন, “আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। এরপর ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী এবং ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবার পৃথিবীতে দশভূজার আগমন হবে হাতিতে চড়ে আর কৈলাশে ফিরবেন দোলায়।”
জেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ৬ উপজেলায় ২৫০ মন্দিরে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৮১টি, খোকসা উপজেলায় ৫৯টি, কুমারখালী উপজেলায় ৫৯টি, মিরপুর উপজেলায় ২৮টি, ভেড়ামারা উপজেলায় ১১টি ও দৌলতপুর উপজেলায় ১২টি মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া এ বছর গত বছরের তুলনায় ২২টি মন্ডপে পূজা বেড়েছে।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস বলেন, “গত বছরের তুলনায় এ বছর ২২টি পূজা বেশি হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। এছাড়া ১৯টি ঝুঁকিপূর্ণ মন্ডপের তালিকা প্রশাসনকে দেওয়া হয়েছে।”
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, “প্রতিটা পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূজা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পুলিশ ও আনসার মোতায়েন করা হবে।”
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, যার যার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও উৎসব মুখর পরিবেশে পালন করা তাদের অধিকার। কোন প্রোপাগান্ডা ও গুজবে কান দেওয়া যাবে না। বর্তমান সরকারের মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/কাঞ্চন/এস