বিশ্বকাপে টিকিট পেল ১০ দেশ , বাকিরা আসবে কিভাবে
Published: 6th, June 2025 GMT
প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুটি দেশ জর্ডান আর উজবেকিস্তান। সেই সঙ্গে এগারোতম বারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে এশিয়া থেকে মোট পাঁচটি দেশ আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাস্ট্র, কানাডা আর মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো সর্বাধিক ৪৮ দল অংশগ্রহন করবে। যার মধ্যে এখনও পর্যন্ত ১০ টি দেশ তাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসাবে যুক্তরাস্ট্র, কানাডা আর মেক্সিকো এমনিতেই অংশগ্রহন করবে। বাকিদের মধ্যে জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জর্ডান যোগ্যতা অর্জন করেছে। এখন বাকি ৩৭ দলের ভাগ্য নির্ধারন। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোন অঞ্চল থেকে কোন দেশ যেতে পারে আগামী বিশ্বকাপে।
লাতিন অঞ্চল: দক্ষিন আমেরিকার এই অঞ্চলের বাছাই পর্বের শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে যাবে। যেখান থেকে এরই মধ্যে আর্জেন্টিনা তাদের জায়গা নিশ্চিত করেছে। তালিকার সাত নম্বরে থাকা দলটি প্লে অফ খেলে শেষ একটি সুযোগ পাবে। এই মুহুর্তে লাতিন অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ রয়েছে আর্জেন্টিনা, তারপর ইকুয়েডর, প্যারাগুয়ে, ব্রাজিল, উরুগুয়ে আর কলম্বিয়া। সাত নম্বর দল হিসাবে আছে ভেনিজুয়েলা। আঠারোটি ম্যাচের মধ্যে দল গুলোর আর তিনটি করে ম্যাচ বাকি।
এশিয়া অঞ্চল: এশিয়া থেকে বাছাই পর্ব খেলে আটটি দল বিশ্বকাপের টিকিট পাবে। বাকি একটি দল প্লে অফ খেলার সুযোগ পাবে। এরই মধ্যে এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং জর্ডান। আর দুটি দল বাকি আছে বিশ্বকাপের যাওয়ার।
আফ্রিকা অঞ্চল: আফ্রিকা থেকে বাছাই পর্ব খেলে মোট নয়টি দল বিশ্বকাপে যাবে। বাকিট একটি দল প্লে অফের সুযোগ পাবে। এখনো পর্যন্ত এখান থেকে কোন দেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়নি। তবে মিশর, কঙ্গো, দক্ষিন আফ্রিকা, কেপ ভারডে, মরোক্কো, আইভরি কোস্ট, আলজেরিয়া, তিউনেশিয়া ও ঘানার নিজেদের গ্রুপে এগিয়ে রয়েছে।
সেন্ট্রাল, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল: এই অঞ্চল থেকে মোট ছয়টি দেশ অংশগ্রহন করবে। যার মধ্যে স্বাগতিক হিসাবে যুক্তরাস্ট্র, কানাডা আর মেক্সিকো এরই মধ্যে অংশগ্রহন নিশ্চিত।
ইউরোপ: এই অঞ্চল থেকে বিশ্বকাপের সবচেয়ে বেশি ১৬ টি দেশ অংশগ্রহন করবে। যার মধ্যে বারোটি গ্রুপের শীর্ষ দলগুলো সুযোগ পাবে বিশ্বকাপে যাওয়ার। এখনো পর্যন্ত কোন দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়নি। আগামী মার্চ পর্যন্ত চলবে বাছাই পর্ব।
প্রশান্ত মহাসাগরিয় অঞ্চল: দুটি দল যাবে এই অঞ্চল থেকে। যার একটি নিউজিল্যান্ড এরই মধ্যে টিকিট নিশ্চিত করেছে। বাকি দলটি প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। এই প্লে অফে মোট ছয়টি দল অংশগ্রহন করবে। যেখান থেকে মোট দুটি দলের ভাগ্যে বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে। এই ছয়টি দল আসবে আফ্রিকা, এশিয়া, দক্ষিন আমেরিকা, উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরিয় অঞ্চল থেকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ছ ই পর ব ব শ বক প র আম র ক
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়।
পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না।
প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ঢাকা/ইয়াসিন