এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যে ম্যাচকে ঘিরে আলাদা উত্তাপ, উন্মাদনা তৈরি হয়েছে।

এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা না করছে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, সিঙ্গাপুরের থেকে পূর্ণ ৩ পয়েন্ট পেতেই মাঠে নামবে বাংলাদেশ।

সোমবার (৯ জুন)  দুপুরে এক সংবাদ সম্মেলনে জামাল বলেন, “আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। এটাও ঠিক আমাদের কিন্তু ক্লিনশিটও ধরে রাখতে হবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবে ফুটবলে জয়টাই মুখ্য। আপনি তিন গোলে জেতেন বা এক গোলে দিনশেষে পয়েন্ট পাওয়াই সবকিছু। আমাদেরও লক্ষ্য, তিন পয়েন্ট তুলে নেওয়া।”

আরো পড়ুন:

পা ভাঙতে হলে ভাঙুক, আমাকে ট্রফি জিততে হবে: রোনালদো

ধ্বংসস্তূপে শিরোপার ফুল ফোটালেন আলকারাজ

মূল ম্যাচের আগে ৪ জুন ভুটানের সঙ্গে জয় দিয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এছাড়া নিয়মিত অনুশীলনেও প্রস্তুতি সম্পন্ন করেছে দল। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের কোচ কাবরেরা, “আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। যদিও কম সময় পেয়েছি, তবু মন্দ নয়। আমরা ভুটানের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা আমাদের মনোবল বাড়িয়েছে। এখন চূড়ান্ত লড়াইয়ে নামার অপেক্ষা। সবাই সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”

নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করায় এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশকে নিজেদের গ্রুপে সেরা হতে হবে। বাংলাদেশসহ বাকি তিন দল হংকং, ভারত ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান এক করে।

এখন থেকে প্রতিটি ম্যাচই বাংলাদেশের কাছে ফাইনাল বলেছেন কাবরেরা, “আমার বিশ্বাস, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। সিঙ্গাপুরও চায় তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে। প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো। চার দলের লক্ষ্য একটাই-মূল পর্বে জায়গা করে নেওয়া। সেজন্য প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”

১০ বছর পর বাংলাদেশে এসেছে সিঙ্গাপুর ফুটবল দল। সবশেষ ২০১৫ সালে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবারের সফরে জয়ের স্বাদ পেয়েছিল অতিথিরা। ম্যাচ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই সুখ স্মৃতি সাথে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না সিঙ্গাপুর।

সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা বলেছেন, “এই ম্যাচ ঘিরে সবার মনোযোগ দেখে আমি অনুভব করতে পারছি, বাংলাদেশ ভালো দল। আমাদের প্রস্তুতিও ভালো। কেবল আগামীকালের ম্যাচ নয়, এশিয়ান কাপের বাছাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগামীকালের ম্যাচে আপাতত আমাদের মূল মনোযোগ। বাংলাদেশের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নেই। তবে তাদের নিয়ে ভীত হওয়ার দরকার নেই, কেননা, আমরাও চ্যালেঞ্জিং দল।”

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প রস ত ত আম দ র

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ