আমির খানের বয়স এখন ৬০, জেনেলিয়া ডিক্রুজের ৩৮। মুক্তির অপেক্ষায় থাকা ‘সিতারে জমিন পার’ ছবিতে দুই তারকার মধ্যে রয়েছে প্রেমের ঘনিষ্ঠ দৃশ্যও। একটা সময়ে আমিরের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জেনেলিয়ার জুটি বলিউডে চর্চিত ছিল। ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে জেনেলিয়া-ইমরানের রসায়নে মুগ্ধ ছিল একটা প্রজন্ম। সেই ইমরানের মামা অর্থাৎ আমির এবার জেনেলিয়ার নায়ক। কী বলছেন আমির?

এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বয়সের ব্যবধান নিয়ে ভাবনা আমার মাথাতেও এসেছে। কিন্তু আমরা দুজনই এই ছবিতে চল্লিশোর্ধ্ব ব্যক্তির ভূমিকায় অভিনয় করছি। জেনেলিয়ার বয়স প্রায় ৪০-এর কাছেই। আমার বয়স ৬০ ঠিকই। কিন্তু আজকের দিনে ভিএফএক্সের মতো প্রযুক্তি রয়েছে আমাদের কাছে।’

আরও পড়ুনআমির খান যেভাবে ‘মিস্টার পারফেকশনিস্ট’০৮ জুন ২০২৫

আমির আরও বলেন, ‘১৮ বছর বয়সী চরিত্রে অভিনয় করতে গেলে আগে প্রস্থেটিক প্রসাধনের প্রয়োজন পড়ত। কিন্তু এখন ভিএফএক্স রয়েছে। তাই আজকের দিনে অভিনেতাদের কাছে বয়স কোনো বাধা নয়।’

‘তারে জমিন পার’ ছবির সিকুয়েল এই ছবি। ২০ জুন এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। আমিরের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চাড্ডা’। ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিতে বক্স অফিসে ফ্লপ হয়। ‘সিতারে জমিন পার’ দিয়ে তিন বছর পর বড় পর্দায় ফিরছেন আমির।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র বয়স

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ