শুধু বাংলাদেশই জয়াসুরিয়াকে শূন্য হাতে ফেরাতে পেরেছে, সেটাও তিনবার
Published: 19th, June 2025 GMT
গল প্রবাত জয়াসুরিয়ার খুব পছন্দের ভেন্যু। না, শুধু এই স্টেডিয়ামের চারপাশের দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য নয়, গলের বাইশ গজ এই বাঁহাতি স্পিনারকে যতটা দিয়েছে, সে জন্যও। ২০২২ সালে জুলাইয়ে টেস্টে অভিষিক্ত হওয়ার পর গলে চলমান টেস্টসহ এটি তাঁর ক্যারিয়ারের ২১তম ম্যাচ। উইকেট নিয়েছেন ১১৬টি। এর মধ্যে ৮০ উইকেটই পেয়েছেন গলে।
আরও পড়ুনআঙুলে ব্যথা নিয়ে সেঞ্চুরি নাজমুলের, সালাহউদ্দীন বললেন ‘ট্রলের পরও যেভাবে...’১৫ ঘণ্টা আগে
জয়াসুরিয়ার সঙ্গে গলের ‘প্রেম’ কতটা গভীর, তা বুঝিয়ে দেয় আরেকটি পরিসংখ্যান। এই ২১ টেস্টের মধ্যে গলে ১১তম ম্যাচ খেলছেন জয়াসুরিয়া, যেটা তাঁর ক্যারিয়ারে খেলা মোট টেস্টসংখ্যার অর্ধেকের বেশি। ইনিংসে (৭/৫২) ও ম্যাচে (১২/১৭৭) তাঁর সেরা বোলিংয়ের রেকর্ডও এ মাঠেই। টেস্ট ক্যারিয়ারে তাঁর বোলিং গড় যেখানে ৩১.৪১, সেখানে গলে ২৫.৮১। শুধু তা–ই নয়, টেস্ট ক্যারিয়ারে যে ১১ বার ৫ উইকেট পেয়েছেন ইনিংসে, তার মধ্যে গলেই পেয়েছেন ৯ বার! দুবার করে ম্যাচে নেওয়া ১০ উইকেটও এই গলেই। ৩৩ বছর বয়সী জয়াসুরিয়াকে তাই আপাতত গলের ‘মহারাজা’ বলাই যায়।
এবার গলের সেই মহারাজাকেই তাঁর–ই ‘ঘরে’ বঞ্চিত রাখল বাংলাদেশ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর আরও এক মামলায় ৩ বছর কারাদণ্ড
প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে প্রতারণার পৃথক পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনের ১২ বছর কারাদণ্ড দেওয়া হলো।
এর আগে সর্বশেষ গত ১৪ এপ্রিল প্রতারণার একটি মামলায় রাসেল ও তাঁর স্ত্রীর তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
আজ যে মামলায় রাসেল দম্পতির সাজা হয়েছে, সেই মামলায় প্রতারণার মাধ্যমে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৭ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবুল কালাম আজাদ নামের একজন গ্রাহক।
৬ এপ্রিল ঢাকার সিএমএম আদালত প্রতারণার আরেকটি মামলায় এই দম্পতিকে তিন বছর কারাদণ্ড দেন। এ ছাড়া গত ২৯ জানুয়ারি প্রতারণার অভিযোগে করা আরেকটি মামলায় তাঁদের দুই বছর কারাদণ্ড দেন আদালত।
গত বছরের ২ জুন চেক প্রত্যাখ্যানের মামলায় রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে এক বছর করে কারাদণ্ড দেন চট্টগ্রামের আদালত।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন।
আরও পড়ুনইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর আরও ৩ বছর কারাদণ্ড১৩ এপ্রিল ২০২৫