খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ হয়েছে। সচেতন ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কলেজগুলোর ছাত্রদল নেতাকর্মীর উপস্থিতি অন্যদের তুলনায় বেশি দেখা গেছে। নগরীর শিববাড়ী মোড়ে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশকেও বিক্ষোভ করতে দেখা যায়।

নগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিএল কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত ইসলাম, দৌলতপুর থানা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মৃদুল ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম রিপপি ও দৌলতপুর দিবানিশা কলেজ ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশের এসআই সুকান্ত দাশকে থানা থেকে ছেড়ে দেওয়ার পর গত ২৩ জুন থেকে কেএমপি সদরদপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা। ২৪ জুন সকালে এসআই সুকান্তকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন কয়েকটি সংগঠন আন্দোলন থেকে ফিরে গেলেও পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চালিয়ে যায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রদের একাংশ, যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা।
গত ১ জুলাই রূপসা সেতু অবরোধ করে তারা। সেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। গত দুই দিনের কর্মসূচিতে বিএনপি সমর্থিত সংগঠনের উপস্থিতিই তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

বিএল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত ইসলাম বলেন, সচেতন ছাত্র-জনতার উদ্যোগে পুলিশ কমিশনারের পদত্যাগের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা সাজ্জাদুল ইসলাম আজাদ জানান, সাধারণ ছাত্র-জনতার ন্যায়সংগত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ইসল ম

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ