নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ৫ আগস্টের পর দেশে একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে।

তাদের দায়িত্ব হল দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু কিছু দল আছে যারা এর আগেও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে। তারা এখন আর নির্বাচন চায়না তারা চায় দুর্বল নির্বাচন। 

এই ইসলামী দলসহ কিছু দল গুলোর মাঠ পর্যায়ে ভোট নাই, তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কারন তারা যানে যদি ভোট হয় তাহলে তারা একটি সিটও পাবে না এবং ক্ষমতায় আসতে পারবে না। তার জন্যই দেশের ৫৫ টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ ১৪টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

শনিবার (৫ জুলাই) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতা আসলে তিনি তা বাস্তবায়ন করবেন। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় গেলে একলা দেশ শাসন করবো না।

সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালিত করা হবে। কিন্তু আমাদের সাথে থাকা কিছু দল এখন তার বিরোধিতা করছেন। 

আমাদের আন্দোল সংগ্রামকে তারা ভূলঠিত করতে চাই এবং তারা জুলাই বিপ্লবের অর্জিত স্বাধীনতাকে বিলিং করতে চায়। জুলাই বিপ্লবের সময়ে আমাদের বিরুদ্ধে ৫৫টি মামলা হয়েছে। সেই মামলায় আমাদের বহু নেতাকর্মী গ্রেফতার ও নির্যাতন সহ্য করেছে।

আর আপনারা কেউ কেউ একটি মামলা খেয়ে লাফালাফি করছেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করে কেউ পার পাবেন না। 

এদেশের মানুষ বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। আমাদের নেতা তারেক রহমান শীগ্রই দেশে ফিরবেন। তখন দেখবেন দেশের ১০ নাম্বার বিপদ সংকেতের মতন লক্ষ লক্ষ মানুষ তাকে এয়ার পোর্টে স্বাগতম জানাবে। সুতরাং যারা দেশ ও দেশের সার্বভৌমত্ব নিয়ে যড়যন্ত্র করছেন আপনারা সাবধান হয়ে যান। সেই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। 

মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড.

শেখ আনজুম আহমেদ রিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরা সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, রাশিদা জামাল, মাকিত মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, আক্তার হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ সোহেল, যুগ্ম সম্পাদক সোহেল বেপারী, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ব এনপ র স ষড়যন ত র আম দ র র আহ ব রহম ন সদস য ক ষমত

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।

উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।

 প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময়  নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া  হোক।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • ‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি’
  • আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
  • কারিগরি শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা সহিংস আন্দোলনের উসকানি: সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা