যশোরে নির্বাচন করতে চান সহকারী অ্যাটর্নি জেনারেল
Published: 5th, July 2025 GMT
যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয় নির্বাচনে যশোর-৪ আসন (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।
শনিবার যশোর শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশা ব্যক্ত করেন তিনি।
নূরে আলম সিদ্দিকীর অভিযোগ, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় বিএনপির কেউ কেউ ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে। অনেকে ফ্যাসিস্টদের পুনর্বাসন করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে।
তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে এক টাকাও অনৈতিক বাণিজ্য হবে না। বাঘারপাড়ায় আওয়ামী লীগের চারবারের সংসদ সদস্য রণজিৎ রায় যা করে গেছেন, সে রকম আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। মানুষ নির্বিঘ্নে সব রকমের কাজকর্ম সম্পন্ন করতে পারবে। কাউকে অহেতুক কোনো হয়রানির শিকার হতে হবে না।’
‘যশোরের দুঃখ ভবদহ’ সমস্যার স্থায়ী সমাধান ও নওয়াপাড়া নৌবন্দর বিদেশি বিনিয়োগবান্ধব, ব্যবসায়ীবান্ধব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নূরে আলম সিদ্দিকী বলেন, আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
.উৎস: Samakal
কীওয়ার্ড: যশ র
এছাড়াও পড়ুন:
কাজে ফিরছেন পপি, খুঁজছেন ভালো গল্প ও চরিত্র
দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সন্তান ও সংসার সামলে এখন আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘‘চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে ছিলাম। এখন আবার কাজের কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যে কোনো কাজ দিয়ে ফিরতে চাই না। ভালো কিছু দিয়েই ফিরতে চাই।”
গত কয়েক বছর ধরেই পপি নিজেকে মিডিয়ার আলোচনার বাইরে রেখেছেন। এই সময় তিনি কাটিয়েছেন পুরোপুরি ব্যক্তিজীবনে মনোযোগ দিয়ে। পরিবার গড়ে তুলেছেন, মা হয়েছেন। এখন তার একমাত্র সন্তান আয়াত ধীরে ধীরে বড় হচ্ছে।
বর্তমানে পপি স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। কিছুদিন আগে সেখানে অবকাশ যাপনের কথা নিজেই জানান।
এদিকে পপির অনুপস্থিতির কারণে আটকে আছে একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’ (পরিচালক: রাজু আলীম), ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ (পরিচালক: আরিফুর জামান আরিফ)।
তবে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ (পরিচালক: সাদেক সিদ্দিকী) সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘিরে গুঞ্জন উঠলেও এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি।
দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রীর প্রত্যাশা যতটা ধামাকা দিয়ে তিনি হারিয়েছিলেন, ততটাই শক্ত কাজ দিয়ে তিনি ফিরবেন। তাই কাজ বাছাইয়ে সময় নিচ্ছেন।
ঢাকা/রাহাত//