অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় সৈয়দ প্রত্যয় (২০) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফ্লুরিউ অঞ্চলের ইয়ানকালিলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রত্যয় ও তাঁর দুই বন্ধুকে বহনকারী একটি মাজদা গাড়ি ইয়ানকালিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান প্রত্যয়। গুরুতর আহত অবস্থায় তাঁর দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা দুজন বিদেশি শিক্ষার্থী।

পুলিশ আরও জানায়, গাড়ির সামনে হঠাৎ একটি ক্যাঙারু চলে আসায় চালক পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর দীর্ঘ সময় রাস্তাটি বন্ধ ছিল।

প্রথম আলোর পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর বাবা সৈয়দ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে শোকাহত পরিবারের পক্ষ থেকে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। জানা গেছে, তাঁদের স্থায়ী নিবাস টাঙ্গাইলে। বর্তমানে ঢাকায় বসবাস করছেন তাঁরা।

সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাহবুব সিরাজ প্রথম আলোকে বলেন, প্রত্যয় খুব মেধাবী ও ভদ্র ছিলেন। বড় স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। কিন্তু সে স্বপ্ন শুরুতেই থেমে গেল। তিনি আরও বলেন, ‘আমরা কমিউনিটির পক্ষ থেকে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ