ডাকেট-ক্রাউলির তাণ্ডবে ছায়ার মতো পিছিয়ে ভারত
Published: 25th, July 2025 GMT
ম্যানচেস্টারের চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনটা একেবারেই ইংল্যান্ডের নামে লিখে ফেলা যায়। বল হাতে শুরুটা করেছিলেন স্টোকস, শেষটাও তিনিই করেছেন। আর তারপর ব্যাটে এসে ইংলিশ ওপেনাররা ম্যাচে চালকের আসনে বসে পড়েছেন।
দিনের শুরুতে ভারত ব্যাটিংয়ে ছিল। যদিও লাঞ্চের পরে যেন দিকভ্রান্ত দল হয়ে পড়ে তারা। জোফরা আর্চারের ধারালো স্পেল প্রথমে চাপে ফেলে। তারপর অধিনায়ক বেন স্টোকস যেন তলোয়ার চালালেন। এক ওভারেই ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর ও অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজকে। স্টোকসের উইকেট সংখ্যা দাঁড়ায় পাঁচে। আর ভারতের রান আটকে যায় ৩৫৮–এ। ঋভষ পন্ত একপ্রান্তে লড়াই চালিয়ে হাফসেঞ্চুরি করলেও শেষরক্ষা হয়নি।
এরপর শুরু হয় ইংল্যান্ডের আগ্রাসী জবাব। ব্যাটিংয়ে নামে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট—দুজনেই যেন মাঠে নামেন প্রতিপক্ষকে বার্তা দিতে। শুরুতে কয়েকটা বল মিস করলেও তারা দ্রুত খাপ খাইয়ে নিয়ে কাঁপিয়ে তোলেন ভারতীয় বোলিং লাইনআপ। ডাকেট ছিলেন আরও আক্রমণাত্মক, প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় বোলারদের চাপে ফেলতে শুরু করেন। অন্যদিকে ক্রাউলি ম্যাচ পড়ার মুন্সিয়ানা দেখিয়ে দ্রুত রান তুলতে থাকেন।
আরো পড়ুন:
আহত পন্তের লড়াকু ফিফটির পর ৩৫৮ রানে অলআউট ভারত
পায়ের পাতায় চিড় নিয়ে দলের প্রয়োজনে ব্যাট হাতে ফিরলেন পন্ত
জাসপ্রিত বুমরাকে শুরুতেই নিষ্প্রভ দেখা গেছে। নতুন বল হাতে কোনো প্রভাব ফেলতে পারেননি। অংশুল কম্বোজের ক্ষেত্রেও একই চিত্র। নতুন বলে ছিল না ধার। ১১তম ওভারেই ইংল্যান্ড স্কোরবোর্ডে ৫০ রান তুলে নেয়, কোনো উইকেট না হারিয়ে।
শেষ পর্যন্ত ৫.
বিরতির পর এসেও তাণ্ডব চালাতে থাকেন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। ১৬৬ রানের মাথায় রবীন্দ্র জাদেজা ক্রাউলিকে ফিরিয়ে ভাঙেন এই জুটি। ক্রাউলি ১৩টি চার ও ১ ছক্কায় ৮৪ রান করে যান। ডাকেট অবশ্য সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। ১৩ চারে ৯৪ রানে যখন তিনি অবস্থান করছিলেন তখন তার উইকেটটি নেন অভিষিক্ত কম্বোজ। ইংল্যান্ডের দলীয় রান তখন ১৯৭।
এরপর অলি পোপ ও জো রুট মিলে দিন শেষ করে আসেন। ৪৬ ওভারে ২ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ২২৫। ভারতের চেয়ে এখনো তারা পিছিয়ে ১৩৩ রানে। পোপ ২০ ও রুট ১১ রানে অপরাজিত আছেন। তারা দুজন আজ শুক্রবার বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র উল উইক ট
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির এক সাংবাদিকের ওপর ভীষণ চটে যান। ওই সাংবাদিকের কারণে ‘অস্ট্রেলিয়াকে ক্ষতিগ্রস্ত হতে হবে’ বলে সতর্ক করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আসন্ন বৈঠকে ওই সাংবাদিকের ব্যাপারে নালিশ করারও হুমকি দেন তিনি।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এবিসির সাংবাদিক জন লায়ন্সও তাঁকে প্রশ্ন করছিলেন। লায়ন্স এবিসিতে প্রচারিত ফোর কর্নারস অনুষ্ঠানের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন।
লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে।
গতকাল লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কতটা ধনী হয়েছেন? তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে অবস্থান করা সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না।’ তিনি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্প অর্গানাইজেশন নামে তাঁর যে পারিবারিক ব্যবসাটি আছে, সেটি এখন তাঁর সন্তানেরা পরিচালনা করেন।
ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বেশির ভাগ ব্যবসায়িক চুক্তি হয়েছে।
লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে।এরপর লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ব্যবসা করা ঠিক কি না? ট্রাম্প বলেন, ‘আসলে আমি নই, আমার সন্তানেরা ব্যবসা চালাচ্ছে।’
এরপর লায়ন্সকে ট্রাম্প জিজ্ঞাসা করেন, তিনি (লায়ন্স) কোথা থেকে এসেছেন।
এরপর ট্রাম্প চটে গিয়ে বলেন, এ ধরনের প্রশ্ন করার মধ্য দিয়ে লায়ন্স ‘অস্ট্রেলিয়ার ক্ষতি’ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলতে থাকেন, ‘আমার মতে, আপনি এ মুহূর্তে অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন। আর তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আপনি জানেন, আপনার নেতা (অ্যান্থনি আলবানিজ) শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি তাঁকে আপনার ব্যাপারে বলব। আপনি খুব খারাপ ভঙ্গিতে কথা বলছেন। আপনি আরও ভালোভাবে কথা বলুন।’
সাংবাদিক লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ব্যবসা করা ঠিক কি না? ট্রাম্প বলেন, ‘আসলে আমি নই, আমার সন্তানেরা ব্যবসা চালাচ্ছে।’এরপর লায়ন্স আবারও কিছু বলতে গেলে তাঁকে থামিয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘চুপ করুন’।
গত জুনে কানাডায় জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ট্রাম্প ও আলবানিজের বৈঠক হওয়ার কথা ছিল। তবে হঠাৎই তা বাতিল হয়ে যায়। এর পর থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন আলবানিজ।
আরও পড়ুনট্রাম্প-জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর কী বললেন স্টারমার ও আলবানিজ০১ মার্চ ২০২৫সম্প্রতি আলবানিজ বলেছেন, নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মেলন ও অন্যান্য আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকালে ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিউইয়র্কে আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে। আগামী সপ্তাহের মঙ্গলবার রাতে তিনি একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করছেন। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ বিভিন্ন ফোরামে আমাদের দেখা হবে। এটা সম্মেলনের মৌসুম।’
ট্রাম্পের সঙ্গে আলবানিজের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আছে পেন্টাগনের অকাস পারমাণবিক সাবমেরিন চুক্তি এবং প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়াতে ট্রাম্প অস্ট্রেলিয়ার কাছে যে দাবি জানিয়েছেন, তা নিয়ে পর্যালোচনা।