১৪ বছর পর মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন, নতুন কমিটি
Published: 25th, July 2025 GMT
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর গতকাল বৃহস্পতিবার উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের দেওয়া ভোট গণনা শেষে রাত ১০টার দিকে কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটিতে সভাপতি পদে সেলিম কার্নায়েন ও সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান নির্বাচিত হয়েছেন। আর পৌর বিএনপির সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রব্বানী (পুতুল) নির্বাচিত হয়েছেন। সেলিম কার্নায়েন কমিটির আহ্বায়ক ও এরশাদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আর জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা ও গোলাম রব্বানী আগের কমিটির সদস্যসচিব ছিলেন।
সম্মেলনে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্যসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান।
মোহনগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ব এনপ র ব এনপ র স র সদস য কম ট র উপজ ল
এছাড়াও পড়ুন:
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দুজন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার চায়নার মোড় এলাকার আবদুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার গ্রামের পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪২)। অন্যদিকে আহত ব্যক্তিরা হলেন শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৩৩) ও একজন অজ্ঞাতপরিচয় নারী। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকা থেকে একটি অটোরিকশায় করে ওই চার যাত্রী নেত্রকোনার উদ্দেশে রওনা হন। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।