অডিশনে নগ্ন হতে বলা হয় জনি লিভারের মেয়েকে
Published: 25th, July 2025 GMT
অভিনেতা-কমেডিয়ান জনি লিভারের মেয়ে জেমি লিভার সম্প্রতি এক ভয়ঙ্কর ‘কাস্টিং কাউচ’-এর অভিজ্ঞতা শেয়ার করেছেন। একটি আন্তর্জাতিক প্রজেক্টের অডিশনের নামে তাঁকে ভিডিও কলে নগ্ন হতে বলা হয়েছিল বলে জানিয়েছেন জেমি।
ভারতীয় গণমাধ্যম জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত ছিলাম; কারণ, এটা ছিল একটা আন্তর্জাতিক প্রজেক্ট। তারা বলেছিল ভিডিও কলে অডিশন হবে। স্ক্রিপ্ট দেয়নি, বলেছিল ইম্প্রোভাইজ করতে হবে। নির্ধারিত সময়ে আমাকে একটা লিঙ্ক পাঠানো হয়, আমি যুক্ত হই। বলা হয় পরিচালক সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। ভিডিও বন্ধ রেখেই এক ব্যক্তি নিজেকে পরিচালক বলে পরিচয় দেন। বলেন, তিনি ট্র্যাভেল করছেন, তাই ভিডিও অন করতে পারছেন না। এরপর বলেন, “এটা একটি আন্তর্জাতিক সিনেমা, আপনি চরিত্রের দিক থেকে একদম পারফেক্ট, কিন্তু কিছু টেস্ট করা প্রয়োজন।”’
‘ভাবুন, সামনে ৫০ বছরের একজন লোক বসে আছেন’
জেমি বলেন, ‘তিনি বলেন চরিত্রটা বোল্ড, কোনো কমেডি থাকবে না। আমিও নতুন কিছু এক্সপ্লোর করতে আগ্রহী ছিলাম। আমি জানতে চাইলাম, কী করতে হবে। তিনি বলেন, “ভাবুন আপনার সামনে ৫০ বছরের একজন ব্যক্তি বসে আছেন, আপনি তাঁকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আপনাদের মধ্যে একটা ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।”
আমি তখন বলি, স্ক্রিপ্ট অনুযায়ী করতে চাই। তিনি বলেন, কোনো স্ক্রিপ্ট নেই, পুরোটা ইম্প্রোভাইজড। আপনাকে যদি নগ্ন হতে হয়, কিছু বলতে হয় বা কোনো কিছু করতে হয়, আপনি করতে পারেন।” আমি তখনও স্বস্তি বোধ করছিলাম না। তবু তিনি বারবার বলছিলেন, “এটা একটা বড় প্রজেক্ট, আমরা আপনাকেই কাস্ট করতে চাই।” আমি তখন স্পষ্ট জানিয়ে দিই—আপনারা যদি ভিডিও কলে নগ্ন হতে বলেন, আমি মোটেই স্বাচ্ছন্দ্য নই। এসবের কোনো কথা আমাকে আগে বলা হয়নি। এরপরই আমি ভিডিও বন্ধ করে দিই। তখনই বুঝি, পুরো ব্যাপারটাই একটা বড় প্রতারণা হতে পারে।’
জেমি লিভার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত