লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত
Published: 31st, July 2025 GMT
নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় মোস্তাাফিজুর রহমান (৪৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান জেলার কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি এলাকার বাসিন্দা। তিনি কালনা ফেরিঘাট এলাকায় এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ডিউটি শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন মোস্তাাফিজুর। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণের হারিয়ে একটি অটোরিকশায় ধাক্কা দিয়ে মহাসড়কে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরো পড়ুন:
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার থেকে সড়ক অবরোধের ডাক
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/শরিফুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//