Risingbd:
2025-08-04@18:02:02 GMT

৫ আগস্ট সংবাদপত্রে ছুটি

Published: 4th, August 2025 GMT

৫ আগস্ট সংবাদপত্রে ছুটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (৪ আগস্ট) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে, পত্রিকা প্রকাশে কোনো বাধ্যবাধকতা নেই। প্রকাশকরা চাইলে বিশেষ ব্যবস্থায় প্রকাশ চালু রাখতে পারবেন।

ঢাকা/আসাদ/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘শিক্ষকদের সম্মান না দিলে সে সমাজ এগোবে না’

‘শিক্ষকেরা জাতি গঠনের মৌলিক কারিগর। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম। অথচ দেশে বর্তমানে শিক্ষকেরা অবমূল্যায়ন ও অবহেলার শিকার। শিক্ষকদের সম্মান না দিলে সে সমাজ এগিয়ে যেতে পারে না।’

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন উপস্থিত বক্তারা। আজ সোমবার সন্ধ্যায় নগরের এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে চট্টগ্রামের শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ নানা শ্রেণি-পেশার সুধীজন আলোচনায় অংশ নেন। ২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া শুরু হয়। এ বছর পঞ্চমবারের মতো এই সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবর মাসে।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের সাবেক শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক নাইমা সেহেলি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন মহি, শিক্ষক বৃজেট ডায়েস, মাসুদ চৌধুরী, অনুপমা অপরাজিতা, রায়হানা হাসিব, আজাদ ইকবাল পারভেজ, শামীম আহমেদ প্রমুখ।

আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার বলেন, ‘শিক্ষকেরা আমাদের কতটা প্রিয় এবং আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটি একটি অনুষ্ঠান করে বোঝানো সম্ভব নয়। আমার বাবা, মা, বড় বোন ও স্ত্রী সবাই শিক্ষক। তাই সব সময় এই অনুষ্ঠানে আমি এসেছি। আইপিডিসির পক্ষ থেকে আমরা শিক্ষকদের জন্য নতুন কিছু করতে চাই সব সময়। সবার প্রিয় শিক্ষক হয়তো বেঁচে নেই, তাই মরণোত্তর সম্মাননাও চাইলে দেওয়া যেতে পারে।’

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে দাঁড়িয়ে শিক্ষকদের সম্মান জানান অতিথিরা। আজ রাত ৮টায় নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে

সম্পর্কিত নিবন্ধ

  • আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে: অর্থ উপদেষ্টা
  • আর স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়: তারেক রহমান
  • ‘শিক্ষকদের সম্মান না দিলে সে সমাজ এগোবে না’
  • ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পোশাক কারখানা
  • ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক 
  • ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে জামায়াত
  • বন নিধনের জন্য বন বিভাগও দায়ী: উপদেষ্টা