বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন শেখ হাসিনা। ঐতিহাসিক এ ঘটনার বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে সারা দেশে পালন করা হচ্ছে গণঅভ্যুত্থান দিবস। রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন বিস্তারিত।

শেরপুর
এ জেলার পাঁচটি উপজেলায় গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। সকালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাগেরহাট  
বাগেরহাটে এ দিবস উপেলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। সকাল ১১টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। সভায় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা পরিবেশন করা হয়।

আরো পড়ুন:

‘মা’কে নিয়ে গল্প লিখে পুরস্কার পেলেন বাকৃবির হাসিবুর

রাইজিংবিডিতে ‘মা’কে নিয়ে গল্প লিখে পুরস্কার পেলেন আফরোজা

পঞ্চগড় 
পঞ্চগড়ে পাঁচ শহীদের নাম ও ছবিসম্বলিত নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জুলাই যোদ্ধা অ্যাসোসিয়েশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। সকাল ৯টায় সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নে মহিষেরবের গ্রামে শহীদ সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

দিনাজপুর 
সকাল  ৯ টায় দিনাজপুর সদরের ফাজিলপুর ইউনিয়নের বিশু পাই তেলিপাড়া গ্রামে শহীদ রবিউল ইসলাম রাহুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক ওসমান গনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় সংগঠন। 

রাজশাহী 
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় স্থাপিত এ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে সঙ্গে নিয়ে প্রথমে এতে শ্রদ্ধা জানান গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সাধারণ শিক্ষার্থী, আহত জুলাইযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।

জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রাম্যণ্যচিত্র প্রদর্শন করা হয়। করা হয় দোয়া মাহফিল।

ঢাকা/তারিকুল/শহীদুল/নাঈম/রুমন/মোসলেম/কেয়া

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ বস গণঅভ য ত থ ন গণঅভ য ত থ ন কর মকর ত স গঠন সরক র র কবর

এছাড়াও পড়ুন:

বিদেশি বিনিয়োগ বেড়েছে 

বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) গণঅভ্যুত্থান পরবর্তী এক বছরে ১৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। এর মধ্যে দিয়ে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন দেখা গেছে।

বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, সম্প্রতি যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্যভাবে কমেছে। এর মধ্যে শ্রীলঙ্কায় ২০২২ সালের পর এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে ২০১৯ সালের পর কমেছে ১৫.৬৮ শতাংশ, সুদানে ২০২১ সালের পর ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে ২০১৪ সালের পর ৮১.২১ শতাংশ, মিশরে ২০১১ সালের পর ১০৭.৫৫ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ১৯৯৮ সালের পর ১৫১.৪৯ শতাংশ কমেছে। এই ধারাবাহিক হ্রাসের মধ্যে বাংলাদেশে এফডিআইর ১৯.১৩ শতাংশ বৃদ্ধির চিত্র বিশেষভাবে নজরকাড়া।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো—শত প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতিকে পুনরায় চালু করার অদ্ভুত ক্ষমতা। এই পরিসংখ্যান তার দারুন একটা প্রতিফলন। সাধারণত, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ কমে যায়, কিন্তু আমরা উল্টা দেখছি। সঠিক নীতি নির্ধারণ, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থার আন্তরিকতা এবং প্রাইভেট সেক্টরের অদম্য স্পৃহা কারণে এটি সম্ভব হয়েছে। আমরা সব সময় বিনিয়োগকারীদের সাহায্য করার চেষ্টা করেছি। সব সমস্যার সমাধান হয়নি, তবে সদিচ্ছার কোনো ত্রুটি ছিল না। শিগগিই সারা বছরের একটি আমলনামা (রিপোর্ট কার্ড) প্রকাশ করা হবে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিদেশি বিনিয়োগ ছিল ৪৮৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৭০ দশমিক ৭ মিলিয়ন ডলারে। ২০২৩ সালে বিনিয়োগের পরিমাণ হয় ৯২৪ দশমিক ৪ মিলিয়ন ডলার, তবে ২০২৪ সালে কিছুটা কমে দাঁড়ায় ৬৭৬ দশমিক ৬ মিলিয়ন ডলারে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারে।

অর্থনীতিবিদদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই ধারা বজায় থাকা অত্যন্ত ইতিবাচক। রাজনৈতিক স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদি নীতি সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আরো বড় পরিসরে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পারবে বলে মনে করছেন তারা।

ঢাকা/নাজমুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • বিদেশি বিনিয়োগ বেড়েছে