আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের সাথে মামুন মাহমুদ এর মতবিনিময়
Published: 24th, August 2025 GMT
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেলের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রবিবার (২৪শে আগষ্ট) বিকেলে ফতুল্লার সদর উপজেলায় একটি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.
এসময় মতবিনিময় সভায় মামুন মাহমুদ বলেন, এখানে ব্যক্তি স্বার্থে নয়, প্যানেল এর পক্ষে আমি ভোট চাই। এই প্যানেল তারেক রহমান এর প্যানেল, এই প্যানেল খালেদা জিয়ার প্যানেল।
দেশের এই পরিস্থিতিতে আমাদের একটি সুযোগ এসেছে বিএনপির আইনজীবীদের জন্য কিছু করার। প্রতিপক্ষ যাতে করে কোনো বিশৃঙ্খলা করতে না পারে তাই ঐক্যবদ্ধ হয়ে এই প্যানেলকে আমাদের বিজয়ী করতে হবে।
মামুন মাহমুদ আরও বলেন, আমরা আশা করছি এই নীল প্যানেল বিপুল ভোটে বিজয়ী হবে। কেন এই প্যানেলকে আপনারা বিজয়ী করবেন? কারণ একটি প্রতিকূল পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনে আমরা আশাবাদী বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। তাই নারায়ণগঞ্জ বারের নির্বাচনে আমরা চাই বিএনপি প্যানেলের আইনজীবীরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. খোরশেদ আলম মোল্লা, এডিশনাল পিপি এড. আবুল কালাম আজাদ, নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম আনোয়ার প্রধান, সহ-সভাপতি প্রার্থী এড. সাদ্দাম হোসেন, এড. সোলাইমান ও এড. কাজি সুমন সহ সোনারগাঁও এর আইনজীবীবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ আইনজ ব ফ র ম এই প য ন ল ব এনপ র
এছাড়াও পড়ুন:
যশোরে ৪ আইনজীবীকে বহিষ্কার
যশোরে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আইনজীবীকে জেলা আইনজীবী সমিতি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।
অভিযুক্ত আইনজীবীরা হলেন- আব্দুর রাজ্জাক, সৈয়দ কবীর হোসেন জনি, রফিকুল ইসলাম এবং তরফদার আব্দুল মুকিত।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, ওই চার আইনজীবীর মধ্যে আব্দুর রাজ্জাক এক এনজিওর ৪১ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। ওই টাকা ফেরত দিতে তিনি অঙ্গীকার করে ১৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু পরবর্তীতে ওই চেক ডিজ অনার হয় এবং একই সাথে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় মক্কেল আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন।
অন্যদিকে, সৈয়দ কবীর হোসেন জনি একটি জমি ক্রয় করেন। কিন্তু ওই জমির মালিককে পূর্ণাঙ্গ টাকা না দিয়ে তালবাহানা করেন। শেষমেষ আট লাখ টাকা না দেওয়ায় জমির মালিক আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন।
এছাড়া, রফিকুল ইসলাম নিজে আইনজীবী হয়েও আরেক আইনজীবী নুরুল ইসলামকে নির্বাহী আদালতে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় নুরুল ইসলাম অভিযোগ দেন। অন্যদিকে, তরফদার আব্দুল মুকিত এক মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে কাজ করেননি। এছাড়া তিনি ওই মক্কেলের কাগজপত্র আটকে রেখে জিম্মি করে রাখেন। বাধ্য হয়ে তিনি মুকিতের বিরুদ্ধে অভিযোগ দেন সমিতিতে।
এসব অভিযোগ জেলা আইনজীবী সমিতি পৃথকভাবে তদন্ত করে। একই সাথে চার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।
তিনি বলেন, “বৃহস্পতিবার লিখিতভাবে তাদেরকে নোটিশ দিয়ে অবগত করা হবে।”
ঢাকা/রিটন/এস