রাকসু নির্বাচন: বিনামূল্যে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার
Published: 27th, August 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির সব ছাত্র প্রার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে শুরু হবে এ কার্যক্রম। এ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে বলে জানা গেছে।
আরো পড়ুন:
তিন দফা দাবিতে চুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ৩০ জন
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.
বিজ্ঞপ্তি বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার (২৮ আগাস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ (স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে) প্রদর্শন করে ডোপ টেস্টের নমুনা প্রদান করার জন্য বলা হলো।
বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, আগামী শনিবার (৩০ আগস্ট) রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির সকল ছাত্রী প্রার্থী ও রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬ হলের সংসদ প্রতিনিধিগণ, রবিবার (৩১ আগস্ট) শেরে বাংলা ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হলের সংসদ প্রতিনিধিগণ এবং সোমবার (১ সেপ্টেম্বর) মতিহার, মাদার বখশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের সংসদ প্রতিনিধিগণ ডোপ টেস্ট করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিগণের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি। কাল থেকে ডোপ টেস্ট সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ডোপ টেস্ট করতে পারবেন এবং ডোপ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে।”
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাকসু: মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধির দাবি ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ দাবি জানান তারা।
আরো পড়ুন:
চাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রি
চাকসু নির্বাচনে ১০৬৩ মনোনয়নপত্র বিতরণ
লিখিত আবেদনে ছাত্রদল জানায়, আসন্ন চাকসু নির্বাচনে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু বিগত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
একইসঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এমতাবস্থায় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরো দুইদিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হত।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন ‘এটা সম্ভব না’। সরাসরি সম্ভব না বলা তো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।”
তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা তাদের কাছে আহত শিক্ষার্থীদের তালিকা চেয়েছি। এ নিয়ে আমরা মিটিং করব। এরপর সিদ্ধান্ত জানানো হবে।”
তফসিল অনুযায়ি, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে মনোনয়নপত্র বিতরণ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ঢাকা/মিজান/মেহেদী