রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির সব ছাত্র প্রার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে শুরু হবে এ কার্যক্রম। এ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

তিন দফা দাবিতে চুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ৩০ জন

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.

এফ নজরুল ইসলাম সাক্ষরিত ডোপ টেস্ট বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার (২৮ আগাস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ (স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে) প্রদর্শন করে ডোপ টেস্টের নমুনা প্রদান করার জন্য বলা হলো।

বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, আগামী শনিবার (৩০ আগস্ট) রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির সকল ছাত্রী প্রার্থী ও রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬ হলের সংসদ প্রতিনিধিগণ, রবিবার (৩১ আগস্ট) শেরে বাংলা ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হলের সংসদ প্রতিনিধিগণ এবং সোমবার (১ সেপ্টেম্বর) মতিহার, মাদার বখশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের সংসদ প্রতিনিধিগণ ডোপ টেস্ট করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিগণের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি। কাল থেকে ডোপ টেস্ট সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ডোপ টেস্ট করতে পারবেন এবং ডোপ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগস ট

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ