চাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রি
Published: 16th, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
জানা গেছে, নবাব ফয়জুন্নেছা হলে ১৪টি নির্বাচিত পদের বিপরীতে মোট ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ফলে হলটির অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হবেন এবং কয়েকট পদ শূন্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন:
‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’
ডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে হলভিত্তিক মনোনয়ন বিতরণের তালিকায় এমন তথ্যই উঠে এসেছে।
এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড.
তিনি বলেন, “যতটুকু জেনেছি, জিএস-এজিএস পদে ডাবল মনোনয়নপত্র বিক্রি হয়েছে। অনেক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে। আবার কিছু পদ শূন্য থেকে যাবে।”
“শিক্ষার্থীরা যেমন মনোনয়নপত্র নিয়েছে ফলাফলও তেমনটাই হবে। এতে ভিন্ন কিছু করার সুযোগ নেই,” -যোগ করেন ড. আরিফুল।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শামশুন নাহার হলে ১৪ পদের বিপরীতে মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি। এখানে কিছু প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। এছাড়া ছাত্রীদের প্রীতিলতা হলে ১৪টি পদের বিপরীতে মোট ৩৩টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। তিনদিনে ২৬ পদের বিপরীতে চাকসুতে ৪৮৮টি ও হল সংসদে ২০৬টি আসনের বিপরীতে ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে চাকসু ও হল সংসদে মোট মনোনয়নপত্র বিক্রি হয় ১ হাজার ৮৮টি।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদ র ব পর ত
এছাড়াও পড়ুন:
চাকসু: মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধির দাবি ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ দাবি জানান তারা।
আরো পড়ুন:
চাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রি
চাকসু নির্বাচনে ১০৬৩ মনোনয়নপত্র বিতরণ
লিখিত আবেদনে ছাত্রদল জানায়, আসন্ন চাকসু নির্বাচনে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু বিগত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
একইসঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এমতাবস্থায় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরো দুইদিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হত।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন ‘এটা সম্ভব না’। সরাসরি সম্ভব না বলা তো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।”
তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা তাদের কাছে আহত শিক্ষার্থীদের তালিকা চেয়েছি। এ নিয়ে আমরা মিটিং করব। এরপর সিদ্ধান্ত জানানো হবে।”
তফসিল অনুযায়ি, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে মনোনয়নপত্র বিতরণ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ঢাকা/মিজান/মেহেদী