বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ (২২) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঈদ স্ট্রোকে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ চলাকালে সাঈদ, আপন ও রাব্বি নামে তিন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সাঈদ চালাচ্ছিলেন। তিনি গুরুতর আহত না হলেও দেশে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন।
অধ্যাপক রহুল আমিন আরো বলেন, “সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিল, তবে তা গুরুতর ছিল না। তার সব শারীরিক পরীক্ষার ফল স্বাভাবিক ছিল। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ তার মৃত্যুর খবর পাই। ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে।”
পারিবারিক সূত্র জানায়, সাঈদের জানাজা বৃহস্পতিবার আসরের নামাজের পর ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ঢাকা/লিখন/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক বিএনপি নেতার আওয়ামী লীগে যোগ
কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ফেসবুকে তাঁর দলে যোগদানের খবর প্রচার করেন।