থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাকে তমা, দেখুন নতুন ১৬টি ছবি
Published: 24th, November 2025 GMT
২ / ১৬মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সশরীর উপস্থিত থেকে মুগ্ধ হয়েছেন তমা। সেই অনুভূতি ব্যক্ত করেছেন নিজের ফেসবুকেও। তমা লিখেছেন, ‘মিস ইউনিভার্স সরাসরি উপভোগ ছিল একটা সুন্দর অভিজ্ঞতা। দারুণ সব মানুষে ভরা ছিল আয়োজনটি। আর পুরো অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লেগেছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আদমজী কবরস্থান কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাহিল মাস্টার আর নেই
না ফেরার দেশে চলে গেলেন আদমজী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক, সোনামিয়া বাজারের ব্যবসায়ী, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের সাধারণ সম্পাদক জনাব মাহিল উদ্দিন স্যার (মাহিল মাষ্টার)। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৭নং ওয়ার্ডের কদমতলী উত্তপাড়া গ্যাস লাইন এলাকার বাসিন্দা ছিলেন।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নিয়েছেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের প্রধান উপদেষ্টা এম এ মাসউদ বাদল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের সভাপতি তানভীর কবির মুন্না, আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শাজাহান, তরুণ সমাজ সেবক এডভোকেট রাকিবুল ইসলাম সাগর, শামীম ঢালী প্রমুখ।
বক্তারা মরহুম মাহিল উদ্দিন মাস্টারের জীবনের অনেক সমাজসেবামূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ছোট বড় সবার সাথে হাসিমুখে কুশল বিনিময় করতেন।
জানাজা শেষে মরহুম মাহিল উদ্দিন মাস্টারের মরদেহ আদমজী কবরস্থান কমপ্লেক্সে দাফন করা হয়।