বিশ্বের সেরা ১০ হরর সিনেমা কোনগুলো
Published: 16th, November 2025 GMT
কখনো গল্পের অভিনবত্বে, কখনোবা নির্মাণের রোমাঞ্চে ভরা সিনেমাগুলো দর্শককে বারবার টানে অজানার জগতে। আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা ভয়, আতঙ্ক, কৌতূহল ও অজানা রহস্যই এসব সিনেমার আসল শক্তি, যা দর্শকদের দেয় নতুন অভিজ্ঞতা। যে কারণে সব সময়ই সিনেমাপ্রেমীদের অন্যতম আকর্ষণ থাকে হরর ঘরানার সিনেমা নিয়ে। আলোচনার পাশাপাশি বক্স অফিসের আয়েও এগিয়ে থাকে এসব সিনেমা।
বছরের পর বছর ধরে হরর সিনেমার নানা রকম তালিকা প্রকাশিত হয়েছে। গত বছর হরর ঘরানার সেরা সিনেমার একটি তালিকা তৈরি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। তালিকার সেরা ১০টি সিনেমার সম্পর্কে জেনে নিতে পারেন।
১.
‘দ্য এক্সরসিস্ট’ (১৯৭৩)
অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত ‘দ্য এক্সরসিস্ট’ হরর সিনেমার ইতিহাসে অনন্য এক নাম। অনেকগুলো গণমাধ্যমের করা হরর সিনেমার তালিকায় এই সিনেমাকে শীর্ষ রাখা হয়েছে। উইলিয়াম পিটার ব্ল্যাটির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। গল্পে দেখা যাবে রিগ্যান (লিন্ডা ব্লেয়ার) নামের এক কিশোরীর গল্প। সে হঠাৎই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার মা (এলেন বার্স্টিন) বুঝতে পারেন, মেয়েটির মধ্যে কোনো অশুভশক্তি ভর করেছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হরর স ন ম
এছাড়াও পড়ুন:
পঞ্চগড় সদর ও পৌর যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি
পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সম্প্রতি নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। তবে এই কমিটি বিধিবহির্ভূত উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে আগের কমিটির নেতারা।
রবিবার (১৬ নভেম্বর) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে যৌথভাবে এ দাবি তোলেন পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. বশির, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়নুল ইসলাম ও সদস্য সচিব নূর ইসলাম দিপু।
আরো পড়ুন:
২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
তাদের অভিযোগ ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে দলের গঠনতন্ত্র উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে তথাকথিত একতরফা ও পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে এ কমিটি অনুমোদন করেছেন।
তারা বলেন, মূলত উপজেলা ও পৌর যুবদলের কমিটি জেলা কমিটির অনুমোদন নিয়ে প্রস্তাবিত কমিটি কেন্দ্রে পাঠায়। কিন্তু নতুন কমিটির ব্যাপারে জেলার নেতারা কিছু জানে না। এখানে ত্যাগী ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এবং নির্যাতিতদের বঞ্চিত করা হয়েছে। যাদের দিয়ে কমিটি করা হয়েছে, তারা কখনো যুবদলের রাজনীতিতে জড়িত ছিল না। তারা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী পদ পেতে অন্তত তিন বছর যুবদলের রাজনীতিতে যুক্ত থাকতে হবে। কিন্তু তারা কেউ যুবদলের রাজনীতি করেনি।
বক্তব্যে পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুর ইসলাম দিপু বলেন, ‘‘নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে, তিনি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত। তিনি কখনোই যুবদলে ছিলেন না। আগামী তিন দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনে যাবে ত্যাগী নেতারা।’’
সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. বশির বলেন, ‘‘উপজেলার নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে, তিনি কখনো উপজেলা যুবদলে ছিলেন না। তার বাড়ি পৌরশহরে। পৌরসভায় বাড়ি হওয়া সত্ত্বেও বিধিবহির্ভুতভাবে উপজেলা কমিটিতে তাকে পদ দেওয়া হয়েছে।’’
পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, ‘‘নতুন কমিটির বিষয়ে আমরাও জানতাম না। হঠাৎ করে জানতে পেরেছি কাগজের মাধ্যমে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কেউ ফোন রিসিভ করেননি।’’
ঢাকা/নাঈম/বকুল