টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করল নিউ জিল্যান্ড। আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে কিউইরা।

ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেলের ১১৯ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৬২ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা।

আরো পড়ুন:

দ.

আফ্রিকার জন্য গর্ত খুঁড়ে তৃতীয় দিনেই হারল ভারত

গিল এখনো হাসপাতালে, ইডেন টেস্টের বাকি অংশে খেলা হচ্ছে না

২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ, পরের ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৭৫ রান। তাদের ব্যাট করতে নামা ৮ ব্যাটসম্যানের ৭ জনই দুই অঙ্কের কোটায় রান পান। কেবল উদ্বোধনী ব্যাটসম্যান জন ক্যাম্পবেল করেন ৪ রান। কিন্তু প্রথম ২৫ ওভারে তারা যে ধীরগতিতে রান তুলেছে সেটা আর পুষিয়ে নিতে পারেনি।

ব্যাট হাতে শেরফানে রাদারফোর্ড ৫৫, জাস্টিন গ্রেভস অপরাজিত ৩৮, শেই হোপ ৩৭, কেসি কার্টি ৩২, অ্যালিক অ্যাথানেজ ২৯, রোমারিও শেফার্ড অপরাজিত ২৬ ও রোস্টন চেজ করেন ১৬ রান। শেষ ওভারে জিততে তাদের প্রয়োজন ছিল ২০ রান। শেফার্ড ও গ্রেভস ১২ রানের বেশি নিতে পারেননি।

বল হাতে নিউ জিল্যান্ডের কাইল জেমিসন ১০ ওভারে ১ মেডেনসহ ৫২ রানে ৩টি উইকেট নেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে ড্যারিল ১১৮ বলে ১২টি চার ও ২ ছক্কায় ১১৯ রানের ইনিংস খেলেন। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন কনওয়ে ৭টি চার ও ১ ছক্কায় করেন ৪৯ রান। এছাড়া মাইকেল ব্রাসওয়েল ৩৫ ও জ্যাক ফাউলকস করেন অপরাজিত ২২ রান।

ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৯ ওভারে ১ মেডেনসহ ৪১ রানে ৩টি উইকেট নেন। ম্যাথু ফোর্ড ১০ ওভারে ১ মেডেনসহ ৫৫ রানে নেন ২টি।

সেঞ্চুরি করে ম্যাচসেরা হন ড্যারিল। বুধবার নেপিওয়ারে পরের ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

পঞ্চগড় সদর ও পৌর যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি 

পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সম্প্রতি নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। তবে এই কমিটি বিধিবহির্ভূত উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে আগের কমিটির নেতারা। 

রবিবার (১৬ নভেম্বর) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে যৌথভাবে এ দাবি তোলেন পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. বশির, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়নুল ইসলাম ও সদস্য সচিব নূর ইসলাম দিপু। 

আরো পড়ুন:

২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

তাদের অভিযোগ ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে দলের গঠনতন্ত্র উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে তথাকথিত একতরফা ও পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে এ কমিটি অনুমোদন করেছেন।

তারা বলেন, মূলত উপজেলা ও পৌর যুবদলের কমিটি জেলা কমিটির অনুমোদন নিয়ে প্রস্তাবিত কমিটি কেন্দ্রে পাঠায়। কিন্তু নতুন কমিটির ব্যাপারে জেলার নেতারা কিছু জানে না। এখানে ত্যাগী ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এবং নির্যাতিতদের বঞ্চিত করা হয়েছে। যাদের দিয়ে কমিটি করা হয়েছে, তারা কখনো যুবদলের রাজনীতিতে জড়িত ছিল না। তারা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী পদ পেতে অন্তত তিন বছর যুবদলের রাজনীতিতে যুক্ত থাকতে হবে। কিন্তু তারা কেউ যুবদলের রাজনীতি করেনি।

বক্তব্যে পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নুর ইসলাম দিপু বলেন, ‘‘নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে, তিনি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত। তিনি কখনোই যুবদলে ছিলেন না। আগামী তিন দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনে যাবে ত্যাগী নেতারা।’’ 

সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. বশির বলেন, ‘‘উপজেলার নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে, তিনি কখনো উপজেলা যুবদলে ছিলেন না। তার বাড়ি পৌরশহরে। পৌরসভায় বাড়ি হওয়া সত্ত্বেও বিধিবহির্ভুতভাবে উপজেলা কমিটিতে তাকে পদ দেওয়া হয়েছে।’’

পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, ‘‘নতুন কমিটির বিষয়ে আমরাও জানতাম না। হঠাৎ করে জানতে পেরেছি কাগজের মাধ্যমে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কেউ ফোন রিসিভ করেননি।’’ 

ঢাকা/নাঈম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ