শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা
Published: 23rd, November 2025 GMT
প্রতীকী ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ম্যাক্স সোয়েটার্স ভবনে ফাটল, শ্রমিকদের মধ্যে আতঙ্ক
রূপগঞ্জে ম্যাক্স সোয়েটার্স কারখানার একটি ভবনে সামান্য ফাটল দেখা দেয়। এ সময় শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। রূপগঞ্জ উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পরীক্ষা শেষে ঝুঁকিমুক্ত ঘোষণা দিলে শ্রমিকরা কাজে যোগদান করেন ।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় ম্যাক্স সোয়েটার্স নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনে বেশ কয়েকবারের ভূমিকম্পে ম্যাক্স সোয়েটার্স কারখানার একটি ভবনে ফাটল কে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা কাজ ফেলে বাইরে চলে আসে। খবর পেয়ে উপজেলা প্রশাসন কারখানাটি পরিদর্শন করেন।
এবং তাৎক্ষণিকভাবে সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে ভবনটিতে শ্রমিকদের কর্ম সম্পাদনে ঝুকিমুক্ত নিশ্চিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জরুরি সভা করেন। সবাইকে শান্ত থাকার আহ্বান করে জরুরী সভা করেন। পরে সবাই নিজ নিজ কর্মে যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম বলেন, অযথা আতঙ্ক নয়— সচেতনতা, ধৈর্য এবং তথ্যের সত্যতা যাচাই দুর্যোগে সবচেয়ে বড় সুরক্ষা। দৌড়ে পালাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই সবাইকে শান্ত থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে ছড়াবেন না। গুজব ছড়ানো আইনত দণ্ডনীয়।
তিনি বলেন, শ্রমিকদের স্বাভাবিক কর্মস্থলে ফিরে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং টিম ভবনটি পরিদর্শন করে নিশ্চিত করেছে ভবনের যে অংশে ফাটল দেখা গেছে তা কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ নয়। এবং ভবনের সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে।