বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সাতক্ষীরা, চাঁদপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, মেহেরপুর ও কুষ্টিয়ার সাতটি সংসদীয় আসনে বিক্ষোভ, মোটরসাইকেল শোভাযাত্রা, গণমিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফের প্রাথমিক মনোনয়ন বাতিল এবং টানা সাতবারের ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। দুপুর ১২টায় বিনেরপোতা জিরো পয়েন্ট সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে আব্দুল আলিমকে মনোনয়ন দিতে হবে। তিনি ছাড়া অন্য কারও পক্ষে নেতা–কর্মীরা মাঠে কাজ করবেন না।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম (মজনু), লাবসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান প্রমুখ।

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল। রোববার বিকেলে মতলব উত্তর উপজেলার ঠাকুরচর এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী মহন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহন  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত গিয়াস  উদ্দিন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে রোববার (২৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২২ নভেম্বর) রাতে বন্দর উপজেলার কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কল্যান্দী  এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ কর্মী মহনকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার  তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ কর্মী মহনকে  গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। 
 

সম্পর্কিত নিবন্ধ