ব্যবহারকারীদের সচেতন ডিজিটাল অভ্যাস গড়ে তোলার জন্য ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ সুবিধা চালু করেছে টিকটক। নিরাপত্তা ও কমিউনিটি গাইডলাইনকে গুরুত্ব দিয়ে তৈরি নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই প্রতিদিন ১২০টির বেশি অ্যাফারমেশন কার্ড ডাউনলোড বা শেয়ার করার পাশাপাশি বৃষ্টি বা ঢেউয়ের শব্দের মতো আরামদায়ক শব্দ তৈরি করতে পারবেন। চাইলে বিভিন্ন ধরনের শ্বাসপ্রশ্বাসের অনুশীলনও করা যাবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং সুবিধাটি টিকটক ব্যবহারকারীদের আগের চেয়ে সহজে বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি করবে। বিনোদনের পাশাপাশি ব্যবহারকারীদের সুস্থতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে টিকটক। আর তাই ব্যবহারকারীদের প্রযুক্তি ব্যবহারের সময়সীমা নির্ধারণের পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখতে নতুন সুবিধাগুলো যুক্ত করা হয়েছে।
টাইম অ্যান্ড ওয়েল–বিয়িং ফিচার চালুর পাশাপাশি দীর্ঘ মেয়াদে সচেতন ডিজিটাল অভ্যাস গড়ে তোলার জন্য চারটি নতুন ওয়েল–বিয়িং মিশনও যুক্ত করেছে টিকটক। আট সপ্তাহের স্লিপ আওয়ারস মিশনে ব্যবহারকারীদের একটি ভার্চ্যুয়াল ‘ওয়েল-বিয়িং ট্রি’ অনুসরণ করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের জন্য ‘দৈনিক স্ক্রিন টাইম ব্যাজ’ এবং সময় যাচাই করার জন্য যুক্ত করা হয়েছে ‘সাপ্তাহিক স্ক্রিন টাইম রিপোর্ট মিশন’। এ ছাড়া অন্যদের মিশনগুলো ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য থাকছে ‘ওয়েল-বিয়িং অ্যাম্বাসেডর মিশন’।
ডিজিটাল ওয়েলনেস ল্যাব, টিকটকের গবেষণা এবং এর ইয়ুথ কাউন্সিলের মতামতের ভিত্তিতে এ মিশনগুলো তৈরি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কিশোর-কিশোরীদের দুই-তৃতীয়াংশ ডিজিটাল সময় ব্যবস্থাপনার টুলসগুলোকে উপকারী মনে করে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র র জন য ট কটক
এছাড়াও পড়ুন:
বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। আর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাস সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এর মধ্যে বাকৃবির শিক্ষার্থীরা রাত আটটার দিকে অবরোধ তুলে নিলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি আগের যেকোনো সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে কম। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তাঁরা দাবি করেন, প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া বৈষম্যমূলক। এত কম সময়ে ১ হাজার ১০০ নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সময় চাই, সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘এক দুই তিন চার, পিএসসি স্বৈরাচার’, ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’ ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিতের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, এটা অযৌক্তিক। আমরা শুধু যৌক্তিক সময় চাই।’
মেহেদি হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক সময়ের দাবিতে আন্দোলন করছি। দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে। তবু পিএসসির অবস্থান একই রয়ে গেছে। আমরা চাই, পরীক্ষার সময় পেছানো হোক, যাতে সবাই সমানভাবে প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতা করতে পারে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচিকে ‘অবাস্তব ও বৈষম্যমূলক’ উল্লেখ করে তিন ঘণ্টা রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। এর ফলে ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের চলাচল বিঘ্নিত হয়।
সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড়ে আসেন। পরে তারা আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনের ওপর অবস্থান করেন।
৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেলপথ অবরোধ