অভিষেকটা রাঙাতে পারলেন না ‘শোয়েব মালিকের ভাতিজা’ হুরাইরা
Published: 17th, January 2025 GMT
সাইম আইয়ুব ইনজুরিতে। অন্যদিকে অভিজ্ঞ আব্দুল্লাহ শফিক বেশ কিছুদিন ধরেই আছেন রান খরায়। তাই মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের জন্য একদিন আগে ঘোষিত দলে রাখা হয়েছিল আবু হুরাইরা নামের ২২ বছর বয়সী এক ওপেনারকে। প্রথম শ্রেনীর ক্রিকেটে দেশটির ইতিহাসের সর্বোকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যানের আরেকটি পরিচয় হচ্ছে তিনি তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা! তবে পাকিস্তানের হয়ে অভিষক ইনিংসটা হয়ত ভুলে যেতে চাইবেন হুরাইরা।
আজ শুক্রুবার (১৭ জানুয়ারি ২০২৫)টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে ক্যারেবিয়ান পেসার জেইডন সিলসের তোপে উড়ে যায় স্বাগতিকদের টপ অর্ডার। এই পেসারের বলেই ১৫ বলে ৬ রান করে, উইকেটের পেছনে টেভিন ইমলাচের ক্যাচে পরিণত হন হুরাইরা।
ঘরোয়া ক্রিকেট এবং বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান হুরাইরার অন্তর্ভুক্তি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল শোয়েব মালিকের কারণে। ক্রিকেটপ্রেমীরা মূলত দেখতে চাচ্ছিলেন ডানহাতি এই ওপেনার তার চাচার মত পারফরম্যান্স করতে সক্ষম কি না। শোয়েব মালিক পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৮৬৭ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছিলেন ২১৮টি উইকেট। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবার বহু আগেই বোলিং করা অনেকটা ছেড়েই দিয়েছিলেন এই অলরাউন্ডার।
আরো পড়ুন:
বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছে পাকিস্তান, ঘটনা কী সত্য?
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪ ম্যাচে প্রায় ৫০ গড়ে ৩৪২৭ রান করা তরুণ হুরাইরা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত, নাকি আরও সময় লাগবে, সে ব্যাপারটা পরখ করতে চাইবেন সমর্থকরা। এ যাত্রায় দর্শকরা নিরাশ হয়েছেন। যদিও হুরাইরা দ্বিতীয় ইনিংসে সেই ভুল শুধরে নেওয়ার আরেকটা সুযোগ তিনি পাবেন।
পাকিস্তান এই ম্যাচটা কেবল একজন পেসার (খুররাম শাহজাদ) নিয়ে খেলছে। একাদশে নেই দুই গতিতারকা শাহীন শাহ আফ্রিদি কিংবা নাসিম শাহ। তবে সাজিদ খান, নোমান আলী ও আবরার আহমেদের মত ৩ জন বিশেষজ্ঞ স্পিনার আছেন দলে। সাথে পার্ট টাইমার হিসেবে আছেন সাউদ শাকিল এবং সালমান আলী আগা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪০ ওভার শেষ ৪ উইকেটের বিনিময়ে ১৩৬ রান। শাকিল ৫৫ রানে এবং রিজওয়ান ৪৫ রানে অপারাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিলস নিয়েছেন ৩ উইকেট। অন্য উইকেটটা তুলেছেন বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মহাকাশে অদ্ভুত গ্রহের সন্ধান
মহাকাশে অদ্ভুত গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘চা ১১০৭-৭৬২৬’ নামের গ্রহটি নক্ষত্রের মতো অস্বাভাবিক আচরণ করছে। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটি বৃহস্পতি গ্রহের চেয়ে ৫ থেকে ১০ গুণ বড়। চ্যামেলিয়ন নক্ষত্রমণ্ডল থেকে প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে গ্রহটি।
বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে না। ফলে অনেকটা স্বাধীনভাবে মহাকাশে অবস্থান করছে গ্রহটি। শুধু তা–ই নয়, গ্রহটি তার চারপাশের মহাজাগতিক ডিস্ক থেকে প্রতি সেকেন্ডে ছয় শত কোটি টন গ্যাস শুষে নিচ্ছে। এমন আচরণ সাধারণত তরুণ নক্ষত্রের মধ্যে দেখা যায়।
গ্রহটির বিষয়ে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী ভিক্টর আলমেনড্রোস-আবাদ বলেন, মানুষ বিভিন্ন গ্রহকে আপাত শান্ত ও স্থিতিশীল জগৎ হিসেবে ভাবতে পারে। তবে নতুন এই আবিষ্কারের মাধ্যমে আমরা দেখছি মহাকাশে স্বাধীনভাবে ভাসমান গ্রহ বেশ বিস্ময়কর হতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির (ইএসও) ভিএলটির এক্স-শুটার স্পেকট্রোগ্রাফের মাধ্যমে গ্রহটির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নক্ষত্রের মতোই শক্তিশালী চৌম্বকক্ষেত্র গ্রহটির আচরণকে প্রভাবিত করছে। নতুন গ্রহটির অদ্ভুত এ আচরণ মহাকাশের গ্রহ ও নক্ষত্রের মধ্যকার পার্থক্য কমিয়ে ফেলেছে। এর ফলে গ্রহ ও নক্ষত্র গঠনের প্রক্রিয়া আগে যা ভাবা হয়েছিল, তা পরিবর্তন হতে পারে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের বিজ্ঞানী আলেক্স শোলজ জানান, অদ্ভুত গ্রহটি নক্ষত্রের মতো গঠিত সবচেয়ে কম ভরের বস্তু নাকি তাদের জন্মস্থান থেকে ছিটকে আসা বিশাল কোনো গ্রহ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নতুন এই আবিষ্কার আসলে মহাকাশে নক্ষত্র ও গ্রহ গঠনের প্রক্রিয়া ও আচরণ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে।
সূত্র: এনডিটিভি