ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 17th, November 2025 GMT
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পার্শ্ববর্তী দেশ থেকে ছড়িয়ে আসা উত্তেজনাকর বক্তব্য বা ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জরুরি। সত্য সংবাদ প্রকাশ করলে পরিস্থিতি নিজেই শান্ত হয়ে যাবে।”
সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
আরো পড়ুন:
সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই’
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এই রায় ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র।
তিনি বলেন, “সারা দেশে বড় কোনো অস্থিরতা চোখে পড়েনি। জনমনে আতঙ্কও নেই। তবে বরিশাল থেকে মন্ত্রণালয়ে ফেরার পথে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের মতো তুলনামূলক ‘ডিফিকাল্ট জোন’গুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
“সরকার যখন পদক্ষেপ নিয়েছে, তখন বাহিনীকেও সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।”
বিক্ষোভ–সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যেসব স্থানে ভাঙচুর বা বিশৃঙ্খলা ঘটেছে, সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধানমন্ডি ৩২–এ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও তদন্তে রয়েছে। যেসব ক্ষেত্রে বাহিনীর সদস্য আহত হয়েছেন, সেখানে কঠোর আইনি প্রক্রিয়া প্রযোজ্য হবে।”
আত্মরক্ষার অধিকারের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কেউ যদি আক্রমণ বা হত্যাচেষ্টা চালায়, আত্মরক্ষায় আইনগত অধিকার প্রয়োগ করা স্বাভাবিক।”
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনাসহ অন্যদের মামলার রায় যা-ই হোক না কেন, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যা–ই হোক না কেন, তা কার্যকর হবে। এ নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।
আজ রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না, আবার খারাপও না; মোটামুটি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। জনগণ যখন নির্বাচনমুখী হয়, তখন কাউকে দিয়ে কিছু থামিয়ে রাখা যায় না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার রাতে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে দুই পক্ষই সমাধান করবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।