ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট দিলেন মামুন মাহমুদ
Published: 17th, November 2025 GMT
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান এর নিকট তিনি এই কিটগুলো হস্তান্তর করেছেন।
এ সময় মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা উপলব্দি করে আমি নিজে ভিক্টোরিয়া হাসপাতালে কিট দিতে এসেছি। এর আগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালেও এক হাজার কিট দিয়েছি।
এছাড়াও তিনি বলেন, আমি বিভিন্ন উপজেলায় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে আমি ব্যাক্তিগতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এরমধ্যে নয়টি জায়গায় আমি ডেঙ্গু টেস্ট করারও ব্যবস্থা রেখেছিলাম।
আমি সবাইকে অনুরোধ করবো বিশেষ করে বিত্তবান ও সমার্থবান রয়েছে এই মহামারি মোকাবেলায় সবাই যেনো এগিয়ে আসেন। আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মহামারি মোকাবেলা করতে পারবো।
সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান এই ডেঙ্গু কিট গ্রহন করে মামুন মাহমুদকে ধন্যবাদ জানিয়ে বলেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ হিমশিম খাচ্ছে। এই মুুহর্তে এই সহযোগীতা আমাদের অনেক কাজে আসবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি (মামুন মাহমুদ) স্বাস্থ্য বিভাগের যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্থ করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।