শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: গোপালগঞ্জে মিছিল, সড়ক অবরোধের চেষ্টা
Published: 17th, November 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন মিছিল বের করেন। আজ সোমবার বেলা সাড়ে চারটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল শিশু পার্কের সামনে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন।
এর আগে দুপুরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারপতি মো.
প্রত্যক্ষদর্শীরা বলেন, রায় ঘোষণা করার পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে শেখ রাসেল শিশু পার্কের সামনে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মুঠোফোনে সেই বিক্ষোভের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে সরে পড়েন।
এদিকে ঢাকা–খুলনা সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় পেট্রল দিয়ে পাটখড়ি ও টায়ার জ্বালিয়ে কয়েক দফা সড়ক অবরোধের চেষ্টা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, দু–একটি ঘটনা ছাড়া গোপালগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে।
এই রায়ের প্রতিক্রিয়ায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, একটি দলের শীর্ষ নেতৃত্ব ও রাষ্ট্রের সাবেক নির্বাহী প্রধানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা সব রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য একটি বার্তা।
উদীচী গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যেসব নিরীহ নাগরিক, ছাত্র ও যুবকদের হত্যা ও আহত করা হয়েছে, এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেছেন, যে–ই অপরাধ করুক না কেন, তাঁর একটা বিচার বা শাস্তি হয়। আদালত যথানিয়মে মামলায় সব প্রক্রিয়ার সম্পন্ন করে রায় দিয়েছেন। নাগরিক হিসেবে এটাকে মেনে নিতে হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনাসহ অন্যদের মামলার রায় যা-ই হোক না কেন, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যা–ই হোক না কেন, তা কার্যকর হবে। এ নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।
আজ রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না, আবার খারাপও না; মোটামুটি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। জনগণ যখন নির্বাচনমুখী হয়, তখন কাউকে দিয়ে কিছু থামিয়ে রাখা যায় না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার রাতে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে দুই পক্ষই সমাধান করবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।