হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া
Published: 17th, November 2025 GMT
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। এই রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেথি দিয়ে গরুর মাথা বা গাল চাপা ভুনার রেসিপি
উপকরণ
গরুর মাথা (গাল, চাপা, মাথার কিছু মাংস, হাড়, জিহ্বা, মগজসহ): ২ কেজি
পেঁয়াজবাটা: পৌনে এক কাপ
আদাবাটা: ৪ চা-চামচ
রসুনবাটা: ২ চা-চামচ
হলুদগুঁড়া: ৪ চা-চামচ
মরিচগুঁড়া: ৪ চা-চামচ
জিরাগুঁড়া: ৪ চা-চামচ
ধনেগুঁড়া: ৪ চা-চামচ
দারুচিনি (২ সেমি): ৬ টুকরা
তেজপাতা: ৪টি
লবণ: ২ চা-চামচ
তেল: আধা কাপ
পেঁয়াজকুচি: ১ কাপ
মেথি: ১ চা-চামচ
আরও পড়ুনবিফ চিলি ড্রাইয়ের রেসিপি১০ নভেম্বর ২০২৫প্রণালিমাথার সব ধরনের অংশ টুকরা করে ২ কেজি মেপে নিন।
লবণ মেখে ৩০ মিনিট রেখে গরম পানি দিয়ে ৭ থেকে ৮ বার ভালো করে ধুয়ে নিন।
এবারে একটি হাঁড়িতে মাংস নিয়ে তাতে পেঁয়াজকুচি ও আধা কাপ তেল ও দারুচিনি বাদে বাকি সব উপকরণ একবারে দিয়ে চুলায় ঢেকে রান্না করুন।
মসলার সঙ্গে মাংস মাখাবেন না। ১৫-২০ মিনিট পর ঢাকনা খুলে মাংস কষিয়ে নিন।
দেড় থেকে ২ কাপ ফুটানো গরম পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন।
সেদ্ধ না হলে আরও কিছু গরম পানি দিয়ে রান্না করুন।
মাংস সেদ্ধ হলে একটি প্যানে বাকি তেল গরম করে দারুচিনি ও মেথির ফোড়ন দিন।
মেথি কালো হয়ে উঠলে তেল ছেঁকে মেথি উঠিয়ে ফেলুন।
পেঁয়াজকুচি সোনালি করে ভেজে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে বাগার দিন।
মিশিয়ে নেড়ে, ঢেকে মৃদু আঁচে রান্না করুন।
তেল ছাড়া শুরু করলে নামিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুনরুইয়ের মাথায় আলু চচ্চড়ির রেসিপি৭ মিনিট আগে