জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বামধারার নয়টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সমন্বয়ে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন জবি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা উদীচীর সভাপতি গৌরব ভৌমিক এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব মনোনীত হয়েছেন।

২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলে রয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে শামসুল আলম মারুফ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মশিউর রহমান ভুঁইয়া (জয়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নু মং প্রা মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি, আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক সুকন্যা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সায়ক, ক্রীড়া সম্পাদক পদে মুগ্ধ আনন, পরিবহন সম্পাদক পদে মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদক পদে আমরিন জাহান অপি, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সায়্যিদা মুবাশ্বিরা।

নির্বাহী সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে- সুমাইয়া আবেদীন রিতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রৌদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিতিকা (রিসি জাফরাত) ও পল্লব কুমারকে।

বামপন্থি জোটের নয়টি সংগঠনের মধ্যে রয়েছে— ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, উদীচী, সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক, ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন ও জবি রঙ্গভূমি। এদিন প্যানেল ঘোষণার সময় জোটভুক্ত সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জকস জকস

এছাড়াও পড়ুন:

হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। এই রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ