বগুড়া শহরে একটি মুদি দোকান থেকে বিস্ফোরক পদার্থ গান পাউডার ও বিপুল পরিমাণ পটকা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে শহরের মালতিনগর বকশি বাজার মোড়ে মুদি দোকানে ও ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বগুড়া সদরের রহমান নগর এলাকার মুদি দোকানি আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫), গাবতলী উপজেলার চাকলা এলাকার আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০) এবং ভাটকান্দি মধ্যপাড়ার ছামছুল মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৪৫)।

সোমবার (১৭ নভেম্বর) র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ গান পাউডার উদ্ধারের বিষয়ে কথা বলেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মুদি দোকানে সাত হাজার পিস পটকা পাওয়া গেছে। সেখান থেকে ‍মুদি দোকানি সজীব ও খায়রুলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭০০ পিস পটকা, ৫৫০ গ্রাম গান পাউডার এবং বিস্ফোরক কেনাবেচার নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে আব্দুলকে আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।
 

ঢাকা/এনাম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

বগুড়ায় পটকা ও গান পাউডার উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়া শহরে একটি মুদি দোকান থেকে বিস্ফোরক পদার্থ গান পাউডার ও বিপুল পরিমাণ পটকা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে শহরের মালতিনগর বকশি বাজার মোড়ে মুদি দোকানে ও ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বগুড়া সদরের রহমান নগর এলাকার মুদি দোকানি আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫), গাবতলী উপজেলার চাকলা এলাকার আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০) এবং ভাটকান্দি মধ্যপাড়ার ছামছুল মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৪৫)।

সোমবার (১৭ নভেম্বর) র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ গান পাউডার উদ্ধারের বিষয়ে কথা বলেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মুদি দোকানে সাত হাজার পিস পটকা পাওয়া গেছে। সেখান থেকে ‍মুদি দোকানি সজীব ও খায়রুলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭০০ পিস পটকা, ৫৫০ গ্রাম গান পাউডার এবং বিস্ফোরক কেনাবেচার নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে আব্দুলকে আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।
 

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ