এই সরকার ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত থাকবে: বন্দরের চুক্তি নিয়ে আনু মুহাম্মদ
Published: 17th, November 2025 GMT
চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। অস্বাভাবিক দ্রুতগতিতে এই চুক্তি করেছে সরকার। বন্দরের টার্মিনাল পরিচালনা অন্তর্বর্তী সরকারের চুক্তির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে এই চুক্তি হয়েছে বলে উল্লেখ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক। আজ সোমবার তিনি তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে এ নিয়ে লিখেছেন:
‘গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়ার মধ্য দিয়ে এই সরকার বিদেশি কোম্পানি আর তাদের দেশি হিটম্যানদের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে চুক্তি করছে, তাতে ইতিহাসে এরা বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত থাকবে। আর যেসব রাজনৈতিক দল দিনরাত সরকারের সঙ্গে দেনদরবার, হাসিঠাট্টা আর ফটোসেশনে সময় দিয়েছে কিন্তু এসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তার অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে টুঁ শব্দ করেনি, তাদেরকেও এই বিশ্বাসঘাতকতার দায় বহন করতে হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ
সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণায় জনসম্পৃক্ততার লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সমাবেশে বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম, আব্দুর করিম প্রমুখ।
নারায়ণগঞ্জ-৩আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির র্দূূদিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। ফলে আমাকে দল মূল্যায়ন করেছেন। আমাকে মূল্যায়ন মানেই সোনারগাঁয়ের সাধারণ মানুষকে এ মূল্যায়ন।
আগামী দিনে আপনাদের পাশে থেকে সোনারগাঁয়ে সকল সমস্যার সমাধান করা হবে। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সকল ঐক্যবদ্ধ নেতাকর্মীদের নিয়ে এ আসন উপহার দেওয়া হবে।