অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “কাবাডি শুধু খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের জাতীয় চেতনার অংশ। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের সক্ষমতার এক অনন্য স্বীকৃতি।”

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ‘দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫’ এর। টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

‘উচ্চশিক্ষিত’ নারী তিন দিন পর ম্যানহোল থেকে উদ্ধার

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে, যা দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক পদক্ষেপ। বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়েছে—আমরা পারি। কাবাডি শুধু একটি খেলা নয়, এটি আমাদের গ্রামীণ শেকড়, আমাদের শক্তি, আমাদের জাতীয় চেতনার বহিঃপ্রকাশ।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই আয়োজন নারীদের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বিশ্বকাপ আয়োজন–সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ দাপুটে নৈপুণ্যে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করে।

দ্বিতীয়বারের মতো নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও এটি প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে। টুর্নামেন্টটি ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশসহ ১১ দেশ। অন্য দেশগুলো হলো- চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

ঢাকা/এএএম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র র মত আম দ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।

কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায়  ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে  দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।

আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।

আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।

ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবার ‘অস্কার’ পেলেন টম ক্রুজ
  • বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান