দুপুরে ছেলের জন্য ডিম রান্না করছিলেন নাজমা বেগম। বাড়ির বাইরের চৌকিতে বসে থাকা ছেলেকে ভাত খাওয়াবেন। কিন্তু ভাত হাতে বেরিয়ে এসে দেখেন, চৌকি খালি, ছেলে নেই। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে সন্ধ্যায় নিখোঁজ ছেলের লাশ উদ্ধার করা হয় বাড়ির পাশের পুকুর থেকে।

এ ঘটনা ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে নাঈম ইসলাম (২২) নামের ওই তরুণের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সন্ধ্যা সাতটার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পরিবার, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের দিনমজুর ছকমাল হোসেন ও গৃহবধূ নাজমা বেগমের দ্বিতীয় ছেলে নাঈম। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন। ছয় মাস আগে একই উপজেলার খিয়ারজুম্মা এলাকায় তাঁর বিয়ে হয়। এরপর আবারও মানসিক সমস্যা দেখা দেয়। স্ত্রী বাবার বাড়িতে চলে যান। নাঈম বাড়িতেই থাকতেন। আজ বেলা দুইটার দিকে তাঁর মা ঘরের বাইরে একটি চৌকিতে তাঁকে বসিয়ে রেখে রান্না করতে যান। খাবার নিয়ে বাইরে এসে দেখেন, নাঈম নেই। এরপর খোঁজাখুজি শুরু হয়। আশপাশে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে খোঁজা শুরু করেন। বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে পুকুর থেকে নাঈমের লাশ উদ্ধার করে।

আজ সোমবার সন্ধ্যায় নাঈমের বাড়িতে গিয়ে দেখা যায়, পুকুরে তাঁর নিখোঁজ হওয়ার খবরে আশপাশের গ্রামের মানুষ পুকুরপাড় ও বাসায় ভিড় করে আছেন। লাশ উদ্ধারের পর পুরো এলাকায় শোক নেমে আসে।

নাঈমের মা নাজমা বেগম বিলাপ করছিলেন, ‘বাবা ভাত খাইবে, মুই ডিম আন্ধিনু (রান্না করা)। কায় খাইবে মোর ভাত-ডিম? জানলে বাবাক একলায় থুনু না হয়। মোর বাবাটাক কোনঠে পাইম? বাবাটাক যে হারে ফেলানু। নাঈম বাবা, কলিজার বাবা, তুই আয়, ভাত খাবু!’ বলেই মূর্ছা যান তিনি। পাশে বাকরুদ্ধ বসে আছেন নাঈমের বাবা ছকমাল হোসেন।

লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মিলন রহমান বলেন, ‘তাঁর পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। নাঈমের এমন মৃত্যু বেদনাদায়ক। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের সর্তক থাকতে হবে, যাতে এমন ঘটনা না ঘটে।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রহমত আলী বলেন, ‘খবর পেয়ে আমরা বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রংপুর থেকে ডুবুরিদল এলে নাঈমের লাশ উদ্ধার করা হয়। তাঁর লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র সন ধ য

এছাড়াও পড়ুন:

বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। শুনানি শেষে আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক১৪ নভেম্বর ২০২৫

গাজিউর রহমান বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাঁকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টার দিকে তাঁকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাঁকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় ওই বিচারকের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল শুক্রবার লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। আসামি এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ভেঙে গেল মীরার তৃতীয় সংসার
  • আলো দেখাচ্ছেন দৃষ্টিহীন তরুণ 
  • বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
  • ‘বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে, এরপর আর কিছু মনে নেই’
  • রেলের ৭ লাখ টাকার যন্ত্র ২৭ হাজারে বানালেন তিনি
  • রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন
  • জনস্বাস্থ্য নিয়ে গবেষণাই তাঁর নেশা 
  • ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত
  • বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে