গাজীপুর-৫ আসনে বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ নতুন ব্যাংকের মোড় থেকে মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। 

আরো পড়ুন:

রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

শমসের মুবিন চৌধুরী: বীর বিক্রম কূটনীতিকের ‘দলছুট’ রাজনীতি

মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খালেকুজ্জামান বাবলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, মোয়াজ্জেম হোসেন আকন্দ মোমেন, ইয়াসিন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জাকির হোসেন, রাশিদুল হাসান রিপন, যুবদল নেতা ইমরুল কায়েস প্রমুখ। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন।

নেতারা বলেন, ‘‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের উৎসাহ এখন তুঙ্গে।’’ 

তারা শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আরো বলেন, ‘‘গাজীপুর-৫ আসনে পরিবর্তনের পক্ষে জনতার ঢেউ তৈরি হয়েছে।’’

ঢাকা/রফিক/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির এক পক্ষের বিক্ষোভ

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যবাজার) বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা। আজ সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার তিনটি বাজারে দলের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের অনুসারীরা এ কর্মসূচি পালন করেন।

আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। কৃষক দলের জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক পদেও তিনি আছেন। আনিসুল হককে মনোনয়ন দেওয়ায় নাখোশ কামরুজ্জামানের অনুসারীরা। আনিসুল হক ও কামরুজ্জামান দুজনের বাড়িই তাহিরপুর উপজেলায়। দুজনেরই তৃণমূলে জনপ্রিয়তা রয়েছে।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন কামরুজ্জামানের অনুসারীরা। তাহিরপুর সদর, উপজেলার বাদাঘাট ও নতুনবাজারে পালিত এ কর্মসূচি থেকে আসনটিতে দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনা এবং কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুনবিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক আটকে বিক্ষোভ১৬ নভেম্বর ২০২৫

তাহিরপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (উজ্জ্বল), তাহিরপুর সদর ইউনিয়নের আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক, উপজেলা যুবদলের সদস্য সামরুল ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, ‘দল থেকেই বলা হয়েছে, এটি চূড়ান্ত মনোনয়ন নয়, তাই মানুষের ভালোবাসা অনেক কিছু বদলে দিতে পারে। মাঠের খবর নিশ্চয়ই আমার নেতা, আমার দলের কাছে যাচ্ছে। আমি আশাবাদী, দল তৃণমূলের দাবি বিবেচনা করবে।’

সম্পর্কিত নিবন্ধ