দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত চার-পাঁচ দিন ধরে ভারত থেকে আসা মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে। অস্বাভাবিক দৃশ্য হলেও হনুমানটি মোটেও হিংস্র নয়, বরং এলাকাবাসী, বিশেষ করে শিশুদের সঙ্গে বেশ মিশে যাচ্ছে। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ে দেখা যায় মুখপোড়া হনুমানটিকে। তাকে দেখার জন্য ভিড় জমায় স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয়রা। কেউ কলা দিচ্ছে, কেউ রুটি, সবই গ্রহণ করছে হনুমানটি। শিশুরাও তাকে নিয়ে খেলাধুলা করছে নির্ভয়ে।

আরো পড়ুন:

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ ১১০ টাকা অথচ খুচরায় ১৬০

পানামা পোর্ট লিংকের এমডি মারা গেছেন

কয়েকজন শিশু শিক্ষার্থী জানায়, সকাল থেকেই তারা হনুমানটিকে দেখছে। সে তাদের সঙ্গে খেলছে। তারা কলা আর রুটি খেতে দিচ্ছে, সে কিছুই করছে না। তাদের খুব ভালো লাগছে। যদি প্রাণিটি তাদের সঙ্গে গেলে বাড়িতেই নিয়ে যেত বলে জানায় তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান বলেন, “গতকাল রাত থেকেই আমাদের অফিসে অবস্থান করছে মুখপোড়া হনুমানটি। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় কোনো ট্রাকে করে হিলিতে এসেছে। বিষয়টি আমরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

ঢাকা/মোসলেম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হন ম ন উপজ ল

এছাড়াও পড়ুন:

ফ্রিল্যান্সারদের জন্য নতুন প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে বাক্কো

বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে এবং এ খাতের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে, সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজন করতে যাচ্ছে ‘ফ্রিল্যান্স ফোকাস: আপস্কিলিং ফর আ বেটার ফিউচার’ শিরোনামে বিশেষ প্রশিক্ষণ প্রকল্প। ১০ দিনের এই প্রশিক্ষণের আওতায় ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে আধুনিক ও চাহিদাসম্পন্ন দক্ষতায় প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্পটির আওতায় থাকছে—আপওয়ার্ক, ফাইভআর, লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশনের দক্ষতা অর্জন; উন্নত প্রপোজাল প্রস্তুতকরণ ও কার্যকর গ্রাহক যোগাযোগে পারদর্শিতা অর্জন; বাস্তব কাজের মাধ্যমে একটি মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ; প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা এবং দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার জন্য সুস্পষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা।

প্রকল্পের কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে। প্রশিক্ষণ প্রদান করবেন ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ, পাশাপাশি থাকবেন ফ্রিল্যান্সিং জগতের অনুসরণীয় ব্যক্তিত্বরা, যা পুরো প্রকল্পটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হবে।

আগ্রহী অংশগ্রহণকারীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ