জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেম: প্রাক্তন স্ত্রীর আবেগঘন বক্তব্য
Published: 17th, November 2025 GMT
সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বেশ কিছুদিন ধরে হলিউডের ৪০ বছর বয়সি আলোচিত গায়িকা কেটি পেরির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। জলে-স্থলে প্রায়ই তাদের রোমান্স বিশ্ববাসীর নজর কাড়ছে।
প্রাক্তন স্বামীর প্রেম জীবন নিয়ে নীরবতা ভেঙেছেন জাস্টিন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি। কানাডিয়ান এই পাবলিক স্পিকার চলতি সপ্তাহের শুরুর দিকে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাক্তন স্বামীর নতুন প্রেমজীবন নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন।
আরো পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
এ আলাপচারিতায় সঞ্চালক আর্লিন ডিকিনসন ৫০ বছর বয়সি সোফি গ্রেগোয়ারকে জিজ্ঞাসা করেন, ট্রুডো-কেটি পেরির রোমান্স নিয়ে গণমাধ্যমে হইচই চলছে, এসব দেখেও নিজেকে কীভাবে ‘শান্ত’ রাখেন? জবাবে সোফি স্বীকার করেন যে, পর্দার আড়ালে বিষয়টি তাকে প্রভাবিত করে।
সোফি বলেন, “আমরা সবাই মানুষ এবং নানা বিষয়ই আমাদের প্রভাবিত করে। এমন অনুভব করাটাই স্বাভাবিক।”
“আপনি বিষয়টি নিয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা একান্তই আপনার সিদ্ধান্ত। এই হইচইয়ের মধ্যে শব্দের বদলে সুরের দিকে মন দিয়েছি।” বলেন সোফি।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী ও পপ তারকার প্রেমের সম্পর্ক সোফির নানা আবেগে নাড়া দিয়েছে। তবে সঞ্চালক জোর দিয়ে বলেন, “তিনি (সোফি) কীভাবে প্রতিক্রিয়া দেবেন সেটি তার নিয়ন্ত্রণে। তাই তিনি সম্মান বজায় রাখার পথ বেছে নিয়েছেন।”
ব্যাখ্যা করে সোফি বলেন, “বাইরের অনেক পাবলিক বিষয় ট্রিগারের মতো কাজ করতে পারে, তাই আমি খুব সচেতন। কারণ আমরা মানুষ। আমি এ নিয়ে কী করব, তা আমার সিদ্ধান্ত। এর মানে এই নয় যে, আমার কোনো অনুভূতি নেই? আমি কাঁদি না, চিৎকার করি না, হাসি না? না!”
২০০৫ সালের ২৮ মে মন্ট্রিলে জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ট্রুডো ও সোফি। এ জুটির বিয়ে ছিল কানাডার রাজনীতি ও গণমাধ্যমে আলোচিত এক ঘটনা। বিয়ের পর ট্রুডোর রাজনীতি থেকে শুরু করে সবকিছুর পাশে ছিলেন সোফি। ট্রুডো লিবারেল পার্টির নেতা হিসেবে আবির্ভূত হন, পরে প্রধানমন্ত্রী হন—এই পুরো সময়ে সোফি তার পাশে থেকে সব ধরনের সমর্থন জুগিয়েছেন।
ট্রুডো ও সোফি দম্পতির তিন সন্তান। তারা হলেন—জেভিয়ার (জন্ম ২০০৭), এলা-গ্রেস (জন্ম ২০০৯) ও হ্যাড্রিয়েন (জন্ম ২০১৪)। সন্তানদের নিয়ে এ দম্পতির সংসার সুখে পরিপূর্ণ ছিল। কিন্তু ২০২৩ সালের ২ আগস্ট হঠাৎ দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ট্রুডো-সোফি।
গত জুলাইয়ে কেটি পেরি আর ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম চাউর হয়। তাদেরকে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায়। এর কিছুদিন পরই তারা একসঙ্গে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হন। ট্রুডোকে পরবর্তীতে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুর-এর দর্শক সারিতেও দেখা গেছে। কিছুদিন আগে ট্রুডো-কেটির চুম্বনের ছবি ফাঁস হলে এ জুটির প্রেম নিয়ে দুনিয়াজুড়ে আলোড়ন তৈরি হয়। যদিও এ সম্পর্ক নিয়ে এখনো টুঁ-শব্দ করেননি জাস্টিন ট্রুডো কিংবা কেটি পেরি।
তথ্যসূত্র: পেজ সিক্স
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: ট্রফি নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফুটবল–উৎসব
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ট্যুর শেষ হলো আজ। ১২ নভেম্বর চট্টগ্রামে শুরু হয় এই ট্রফি ট্যুর। পরপর দুই দিনে চট্টগ্রামের ৯টি বিশ্ববিদ্যালয় ঘুরে ট্রফি ঢাকায় আসে ১৫ নভেম্বর। ঢাকায় টানা তিন দিনব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রফি ট্যুর শেষ হয় আজ।
আরও পড়ুনটাইব্রেকারের ‘কালো জাদু’র অভিযোগ নাইজেরিয়ার, বিশ্বকাপ–স্বপ্ন ভেঙে চুরমার৩৭ মিনিট আগেএ উদ্যোগে সাড়া পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। ট্রফির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলা ও ভিডিও ধারণের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণে প্রতিটি ক্যাম্পাসই কিছু সময়ের জন্য পরিণত হয় ফুটবল–উৎসবের মঞ্চে।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো ট্রফি ট্যুরের একটি মুহূর্ত