শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
Published: 17th, November 2025 GMT
জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর কমিটির নেতারা শহরের সাহেববাজার জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার‘ স্লোগান দেন। এ সময় এনসিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।
অন্যদিকে, এ রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। দুপুরে পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা/কেয়া/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব তরণ এনস প
এছাড়াও পড়ুন:
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন বগুড়ার আঁখি
বগুড়ার ধুনটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আঁখি খাতুন (২২) নামের এক নারী। তাদের মধ্যে দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আয়শা-জবেদা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়। আঁখি খাতুন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার আঁখি প্রসব বেদনা অনুভব করলে তাকে আয়শা-জবেদা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে ভর্তি করা হয়। গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। বিকেলে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন ডা. সাখাওয়াত হোসেন অপু। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাহাত আলী।
হাসপাতাল পরিচালক এম এ রাশেদ জানিয়েছেন, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। সবাই তিন নবজাতকের জন্য দোয়া করবেন।
তিন সন্তানের জন্ম হওয়ায় আঁখি খাতুনের পরিবার আনন্দিত। খবর ছড়িয়ে পড়লে তিন নবজাতক দেখতে স্থানীয়রাও হাসপাতালে ছুটে আসেন।
ঢাকা/এনাম/রফিক