Samakal:
2025-09-18@05:28:48 GMT

ভলিবলে মিকু রাজত্বের অবসান

Published: 29th, January 2025 GMT

ভলিবলে মিকু রাজত্বের অবসান

দেশের ভলিবল মানেই আশিকুর রহমান মিকু। ফেডারেশনের সভাপতি পরিবর্তন হলেও গত দুই যুগ সাধারণ সম্পাদকের চেয়ারটি ঠিকই নিজের দখলে রেখেছিলেন তিনি। খেলোয়াড়দের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ, অনিয়ম, দলীয়করণ ও সীমাহীন দুর্নীতির অভিযোগ আছে মিকুর বিরুদ্ধে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ, যাকে অনেকে ফোরাম হিসেবে চেনেন, সেই ফোরামের নেতা থাকার সময় মিকুর বিরুদ্ধে ক্রীড়াঙ্গনে খবরদারিত্ব করার অভিযোগও ছিল। আলোচনা-সমালোচনা থাকা সেই মিকুর ভলিবলে ২৪ বছরের রাজত্বের অবসান ঘটেছে। 

গতকাল আরও সাতটি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেখানে বেশ কিছু পুরোনো মুখের সঙ্গে আছে নতুনত্ব। তার মধ্যে ভলিবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মিকুকে সরিয়ে সেই চেয়ারে বসানো হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিমল ঘোষ ভুলুকে। প্রায় ১৩ বছর পর বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়ে ফিরেছেন মাহবুবুর রহমান শাহীন।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য বিভাগের মতো ক্রীড়াঙ্গনেও সংস্কারের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরিয়ে দেয় ৪২ ফেডারেশনের সভাপতিকে। ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য এর পর গঠন করা হয় সার্চ কমিটি। সেই কমিটির দেওয়া খসড়া তালিকা পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে গত বছরের ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেই ফেডারেশনগুলোতে সংগঠক, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ছাত্র প্রতিনিধিও ছিলেন। 

মঙ্গলবার ঘোষিত ভলিবল, ফেন্সিং, সুইমিং, শরীর গঠন, টেবিল টেনিস, কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে কোনো ছাত্র প্রতিনিধি নেই। এ সম্পর্কে জানতে চাইলে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা সমকালকে বলেন, ‘সার্চ কমিটি থেকে আমরা ছাত্র প্রতিনিধির নাম দিই না। মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ছাত্র প্রতিনিধির নাম দেওয়া হয়।’ নতুন করে যে সাতটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষিত হয়েছে, সবাই কি আপনাদের দেওয়া নাম কিনা? এই প্রশ্নের উত্তরে রানা বলেন, ‘আমরা একটা খসড়া তালিকা করে তাদের কাছে পাঠাই। তাদের কাছেও কিছু নাম থাকে। পরিবর্তন তো হবেই।’

সব মিলিয়ে এ পর্যন্ত ১৬টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষিত হলো। জানা গেছে, এই ৭টির সঙ্গে আরও ১৩টি ফেডারেশনের অ্যাডহক কমিটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে সার্চ কমিটি। বাকিগুলো কয়েক দিনের মধ্যে ঘোষিত হওয়ার কথা। আর সার্চ কমিটি চাচ্ছে আগামী সপ্তাহে সব ফেডারেশনের অ্যাডহক কমিটির জন্য একটা খসড়া তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে। আরও অনেক প্রস্তাব আছে। আগামী সপ্তাহের মধ্যে আমাদের মধ্য থেকে শেষ করে দিতে চাচ্ছি।

এক নজরে সাত ফেডারেশনের অ্যাডহক কমিটি

শরীর গঠন
সভাপতি : মো.

মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক : এম কামরুজ্জামান

ভারোত্তোলন
সভাপতি: মহিউদ্দিন আহমেদ (অব.), সাধারণ সম্পাদক : লে. কর্নেল মো. শহিদুল আসলাম চৌধুরী

ভলিবল
সভাপতি : ফারুক হাসান, সাধারণ সম্পাদক : বিমল ঘোষ ভুলু

সুইমিং
সভাপতি: এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক : মো. মাহবুবুর রহমান শাহীন

ফেন্সিং
সভাপতি : কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক : বসুনিয়া এম আশিকুল ইসলাম

টেবিল টেনিস
সভাপতি : এম এইচ জামান, সাধারণ সম্পাদক : এ এম মাকসুদ আহমেদ (বিমান)

কারাতে
সভাপতি : সাহজাদা আলম, সাধারণ সম্পাদক : মোয়াজ্জেম হোসেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: স র চ কম ট র রহম ন

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ