চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত নাফিউর রহমান ওরফে ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে মাদকের একটি মামলায় চাঁদপুরের একটি আদালতের রায়ে তাঁর এক বছর পাঁচ মাসের সাজা হয়। তবে সাজা এড়াতে তিনি চার বছরের বেশি সময় বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন নাফিউর। গতকাল শুক্রবার সন্ধ্যার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ এ তথ্য জানায়।

নাফিউর রহমানের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায়। তিনি ওই এলাকার খসরু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অন্যান্য আইনে মোট ২৫টি মামলা আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাফিউরকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাঁকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে করা অন্যান্য মামলা চলমান আছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ