দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১৬ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৬.

৩১ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭১.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৯৭.৬০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

টানা ৫ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র: আনিসুজ্জামান

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো সুকুকের ২০.৪১ শতাংশ, ডোমিনেজ স্টিলের ১৯.৩৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৮.৫৩ শতাংশ, সমতা লেদারের ১৬.৯৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৬.৮২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৪.৩০ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৬.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ১৬.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫.২৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টানা ৫ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ৫ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান হলো।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র: আনিসুজ্জামান

‘‎নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন’

‎ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৮টি কোম্পানির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির।

এদিন ডিএসইতে মোট ৭০৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৮২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৭৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৬০ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট বেড়ে ৯৪৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৭.২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ১২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

‎সিএসইতে ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইর পিই রেশিও কমেছে ১.৭৩ শতাংশ
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ৮ হাজার ৫৫৬ কোটি টাকা
  • টানা ৫ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান